কয়েনমার্কেট ক্যাপে বিটকয়েনের আধিপত্য ৬৬.৬৬% আর অলটকয়েনের আধিপত্য মাত্র ৩৩.৩৪ শতাংশ অথচ গত২০১৮ সালের জানুয়ারী মাসেও বিটকয়েনের আধিপত্য ছিলো ৫১ শতাংশ এবং অলটকয়েনের আধিপত্য ছিলো ৪৯ শতাংশ। বিটকয়েনের আধিপত্য বেড়ে যাওয়া আর অলটকয়েনের আধিপত্য কমে যাওয়াতে বুঝা যায় যারা অলটকয়েন এ বিনিয়োগ করেছিলো তাদের অবস্থা বর্তমানে কতটা করুন। অলটকয়েনের দাম বাড়া শুরু হলে আধিপত্যের হারও বেড়ে যাবে। আপনাদের মতে বিটকয়েন এবং অলটকয়েনের আধিপত্য কত হলে আদর্শ হবে?