Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
অনেকে বলে থাকেন বাউন্টি থেকে আর পেমেন্ট পাওয়া যায়না তাহলে বাউন্টি করে কি লাভ?প্রথমত আপনার কথায় মোটামুটি যুক্তি আছে। তারপরেও বলবো- আপনি যদি ২০ বাউন্টি করেন তাহলে ৮-১০টা বাউন্টির পেমেন্ট পাবেন। এই ৮-১০ টা পেমেন্ট এর মধ্যে আপনি ৩-৪ টা পেমেন্ট একচেঞ্জে সেল করতে পারবেন। আবার এগুলোর মধ্যে অন্তত ১-২ টা সেল করে মোটামুটি বড় পেমেন্ট পাবেন।আমি একেবাবে বাউন্টি বাদ দেয়নি গত ৩ বছরে তবে গত মাস খানেক আগে ১ মাস অফ রাখছিলাম ব্যক্তিগত কারণে। এছাড়া আমি নিয়মিত কিছু কিছু বাউন্টি করে যাই। এর ফল হিসেবে দেখি হয়তো কোন মাসে পেমেন্ট আসেনা আবার কোন মাসে আসে। গড়ে দেখা যায় মোটামুটি চলার মতই আসে। তাই বলবো-পেমেন্ট পাওয়া যায়না বলে একেবারে হাত গুটিয়ে বসে থেকে হাহুতাস না করে কাজ করে যান, তাহলে অবশ্যই কিছু না কিছু পাবেন ইনশাআল্লাহ।
আমি খুব কম পরিমাণ বাহনটি করে থাকি। এয়ার্ড্রপ গুলো বেশি করি। চার থেকে পাঁচটা বারোটি করি প্রত্যেকটা সময়।
আমি বর্তমানে পনেরো থেকে বিশ টা বাউন্টি করি কিন্তু বাউন্টি করে বেশি টাকা উপার্জন করতে পারছিনা।