Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
গত ২০১৮ সালের শেষের দিকে বিটকয়েনের দাম ছিলো ৪০০০ ডলার+ এবং তা পরে আবার কমে ৩৩০০ ডলারে নেমে যায় ২০১৯ সালের জানুয়ারী ১৯ থেকে মার্চ ১৯ পর্যন্ত। এর পর এপ্রিল মাসে ৫০০০ ডলার, মে মাসে ৭০০০ ডলার , জুন মাসে ১০০০০ ডলারে পেীছে যায়। এভাবে বাড়তে বাড়তে ১২৭০০ ডলারে পেীছে যায় জুলাই মাসে। তারপর আস্তে আস্তে ১০০০০ ডলারে নেমে আসে আবার, সেখান থেকে কমতে কমতে এখন ৭২০০+ এ বর্তমানে অবস্থান করতেছে। গত একবছরের পর্যালোচনা দেখলে বুঝা যায় দাম ৩৩০০ থেকে ১২৭০০ পর্যন্ত উঠানামা করেছে। সুতারং সর্বনিম্ন অবস্থানের দিক দিয়ে বর্তমানে বিটকয়েনের দাম অনেক ভালো অবস্থানে আছে এবং নতুন বছরের শুরুতে না হলেও পরবর্তীতে আবারও ১০০০০ ডলার ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।
Quote from: Malam90 on December 28, 2019, 02:18:07 AMগত ২০১৮ সালের শেষের দিকে বিটকয়েনের দাম ছিলো ৪০০০ ডলার+ এবং তা পরে আবার কমে ৩৩০০ ডলারে নেমে যায় ২০১৯ সালের জানুয়ারী ১৯ থেকে মার্চ ১৯ পর্যন্ত। এর পর এপ্রিল মাসে ৫০০০ ডলার, মে মাসে ৭০০০ ডলার , জুন মাসে ১০০০০ ডলারে পেীছে যায়। এভাবে বাড়তে বাড়তে ১২৭০০ ডলারে পেীছে যায় জুলাই মাসে। তারপর আস্তে আস্তে ১০০০০ ডলারে নেমে আসে আবার, সেখান থেকে কমতে কমতে এখন ৭২০০+ এ বর্তমানে অবস্থান করতেছে। গত একবছরের পর্যালোচনা দেখলে বুঝা যায় দাম ৩৩০০ থেকে ১২৭০০ পর্যন্ত উঠানামা করেছে। সুতারং সর্বনিম্ন অবস্থানের দিক দিয়ে বর্তমানে বিটকয়েনের দাম অনেক ভালো অবস্থানে আছে এবং নতুন বছরের শুরুতে না হলেও পরবর্তীতে আবারও ১০০০০ ডলার ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।ধন্যবাদ আপনার মুল্যবান মতামতের জন্য। বিটকয়েন তো অবশ্যই বাড়বে তবে আমেরিকার নিবার্চন বিটকয়েন এর উপর ব্যাপক প্রভাব ফেলবে।