Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Vote for the Forum Senate !
Quote from: Istiak on February 20, 2020, 07:29:58 AMQuote from: ranakhan60 on February 14, 2020, 07:40:22 PMবর্তমান 2020 সাল বিট কয়েনের মূল্য 10000 ডলার আপ । আশা করা যাচ্ছে 12 হাজার ডলার আপ হবে।নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছেনা। মার্কেটের মুভমেন্ট খুব একটা ভালো মনে হচ্ছেনা। মার্কেট এভাবে শুধু বুল রান করতে দেখিনাই। মার্কেট সব সময় আপ ডাউন আবার আপ ডাউন এভাবেই বুল রান হতে দেখেছিনতুন বছরের শুরুতে ঠিকই বিটকয়েনের দাম ১০০০০ ডলারে ছুঁয়েছিলো তবে গত কয়েকদিনের ব্যাপক ধ্বসে বিটকয়েনের দাম কমে ৭৭০০ এর কাছাকাছি অবস্থান করতেছে। যেটা এক প্রকারে হতাশাজনক বলা যেতে পারে। আমরা আশা করছি দ্রুত বিটকয়েনের দাম বাড়বে েএবং মার্কেট আবারও গ্রীন ট্রেন্ডের দিকে যাবে।
Quote from: ranakhan60 on February 14, 2020, 07:40:22 PMবর্তমান 2020 সাল বিট কয়েনের মূল্য 10000 ডলার আপ । আশা করা যাচ্ছে 12 হাজার ডলার আপ হবে।নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছেনা। মার্কেটের মুভমেন্ট খুব একটা ভালো মনে হচ্ছেনা। মার্কেট এভাবে শুধু বুল রান করতে দেখিনাই। মার্কেট সব সময় আপ ডাউন আবার আপ ডাউন এভাবেই বুল রান হতে দেখেছি
বর্তমান 2020 সাল বিট কয়েনের মূল্য 10000 ডলার আপ । আশা করা যাচ্ছে 12 হাজার ডলার আপ হবে।
@ranakhan60করোনা ভাইরাস ইফেক্ট বেশি দিন থাকবেনা। তবে যে ইফেক্ট ফেলে যাবে সেটা কাটিয়ে উঠতে সময় লাগবে। আবার বিটকয়েনের দাম ১০০০০ ডলার যেতে সময় লাগবে। মার্কেট মোটামুটি ভালোই ছিলো। হঠাৎ করোনা ভাইরাসে মার্কেট কুপোকাত করে ফেলেছে। তবে আমরা আশা করছি এ পরিস্থিতি থেকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো ইনশাআল্লাহ।
Quote from: Malam90 on March 18, 2020, 03:59:07 PM@ranakhan60করোনা ভাইরাস ইফেক্ট বেশি দিন থাকবেনা। তবে যে ইফেক্ট ফেলে যাবে সেটা কাটিয়ে উঠতে সময় লাগবে। আবার বিটকয়েনের দাম ১০০০০ ডলার যেতে সময় লাগবে। মার্কেট মোটামুটি ভালোই ছিলো। হঠাৎ করোনা ভাইরাসে মার্কেট কুপোকাত করে ফেলেছে। তবে আমরা আশা করছি এ পরিস্থিতি থেকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো ইনশাআল্লাহ।হ্যাঁ ভাই এটা আপনি ভালো কথা বলেছেন কিন্তু আমি দৈনন্দিন করোনাভাইরাস এর লাইভ আপডেট দেখি। সেখানে আমি দেখতে পাচ্ছি দিন দিন যে হারে কোন ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে কবে এটা ঠিক হবে ঠিকভাবে বলা যাচ্ছে না। আর স্বাভাবিক ভাবে আমাদের বাংলাদেশ গতকাল নতুন আরও চারজন করনা ভাইরাস আক্রান্ত রোগীকে সনাক্ত করা গেছে। ভবিষ্যতে আরো কত পাওয়া যাবে এটা ফিউচারে বলা যাবে আর করোনা ফাইয়াজের যেহেতু কোন ঔষধ এখনো আবিষ্কার হয়নি সে কারণে বলা যায় ফিউচারে করোনাভাইরাস জন্য মার্কেট আরো ধ্বস নামার সম্ভাবনা আছে।
প্রতি বছরই দাম বাড়া কমার ভিতরই থাকবে আমি মনে করি অনেক টা শেয়ার মার্কেটের মত দাম বাড়া কমা করে । সে জন্য ভবিষ্যৎ বানী করা খুবই কষ্টকর ব্যাপার।
করোনা ভাইরাসের প্রভাবে মার্কেট এখন নিম্ন অবস্থানে রয়েছে।তবু আমরা সবাই ৩য় হালবিং এর জন্য চেয়ে আছি ।নতুন এই 2020 সাল 2017 সাল রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে।