Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আমি শুধুমাত্র বিটকয়েন এবং ইথারকে পছন্দ করি। কেউ যদি অন্য কোন অলটকয়েনে বিনিয়োগ না করে শুধুুমাত্র বিটকয়েন এবং ইথার কিনে দীর্ঘমেয়াদে হোল্ড করে তাহলেও প্রফিট করতে পারবে। অলটকয়েনগুলোর মধ্যে শীর্ষ কয়েনগুলোতেও বিনিয়োগ করা যেতে পারে তাহলেও প্রফিক করা সম্ভব। সর্বপরি বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে করা ভালো তাহলে দেখবেন কয়েকমাস পরে ঠিকই প্রফিটে আছেন।
Quote from: Malam90 on February 07, 2020, 01:34:28 AMদীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আমি শুধুমাত্র বিটকয়েন এবং ইথারকে পছন্দ করি। কেউ যদি অন্য কোন অলটকয়েনে বিনিয়োগ না করে শুধুুমাত্র বিটকয়েন এবং ইথার কিনে দীর্ঘমেয়াদে হোল্ড করে তাহলেও প্রফিট করতে পারবে। অলটকয়েনগুলোর মধ্যে শীর্ষ কয়েনগুলোতেও বিনিয়োগ করা যেতে পারে তাহলেও প্রফিক করা সম্ভব। সর্বপরি বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে করা ভালো তাহলে দেখবেন কয়েকমাস পরে ঠিকই প্রফিটে আছেন।হ্যাঁ আপনার কথার সাথে আমি একমত তবে এর সাথে বর্তমানে ভাল প্রফিট করার জন্য একটি কয়েন আমার পছন্দ। সেটা হলো এনার্জি কয়েন। আমি এর পূর্বে এনার্জি পয়েন্ট হোল্ড করে ভালো পরিমাণ প্রফিট আমি পেয়েছি। তবে আমি বলতে পারি এনার্জি পয়েন্ট হোল্ড করে এবং ট্রিট করে ভালো পরিমাণ প্রফিট ইনকাম করা সম্ভব।
আমি লাইটকয়েন,স্টেলার এই কয়েনগুলো বেশি পচ্ছন্দ করি? আপনেরা কেউ কি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করেছেন কোন কয়েনে? কোন কয়েনগুলো দীর্ঘ মেয়াদী বিনিয়গের জন্য বেশি উপযুক্ত বলে আপনারা মনে করেন?