আমি কয়েন মার্কেটের টপ কয়েন গুলোতে দীর্ঘ মেয়াদি ইনভেস্ট করতে আগ্রহী এর মধ্যে আমার সব থেকে বেশি পছন্দ হল বিটকয়েন, ইথারিয়াম, লাইট কয়েন এবং রিপলি কয়েন। আমি মনেকরি এই কয়েন গুলোতে দীর্ঘ মেয়াদি ইনভেস্ট করা যায়। এই কয়েন গুলোতে ইনভেস্ট করলে ঘুরে ফিরে কোন না কোন সময় প্রফিট আসবেই এটা আমার দৃঢ় বিশ্বাস।