আমি আপনার সাথে পুরোপুরি একমত কারন বাউন্টিতে প্যারা অনেক কম। বাউন্টিতে পার্টিসিপ্যান্টস এর সংখ্যা ও সীমাবদ্ধ ফলে অংশগ্রহণ কারীরা ভালো এমাউন্ট পায়। অপরদিকে এয়ারড্রপ এ অংশগ্রহণ কারীর সংখ্যা আনলিমিটেড ফলে অংশগ্রহণ কারীরা এখন তেমন এমাউন্ট পায় না।
আমি বিটকয়েনটকে বাউন্টি থেকে ২ মাস কাজ করে $৮০০/$৯০০ ও পাইছি অপরদিকে এয়ারড্রপ এ ২-৩ মাস কাজ করে $৩০ এর বেশি পাইনি। তাই আমি মনেকরি বাউন্টি ই বেষ্ট।
সত্যি কথা বলতে ভাই "Right Moment" বলতে একটা কথা আছে না!? তোহ বাউন্টি, এয়ারড্রপের বিষয়টাও এমন। যখন যেটা ট্রেন্ডে থাকে।
একসময় মানুষ এয়ারড্রপ করেই লাখলাখ টাকা কামাইছে, বাড়ি ঘর করছে। আমার আশেপাশে থাকা পরিচিত অনেক ভাই ব্রাদারেই দেখতাম সারাদিন এসব করতো। আর বর্তমানে ৫০-১০০$ ও আসে না একটা এয়ারড্রপ থেকে। বাইন্টিতেও তেমন। আগে তেমন কিছুই করা লাগতো না, বাট এখন তুমুল কম্পিটিশন, ইলিজিবলের জন্য নানান রিকয়ামেন্ট।
তার উপর এখন আবার ফালতু ফালতু বাউন্টি চালু হয় সেখানে ভ্যালুলেস টোকেন দেয়া হয়। সব যে খারাপ তা না, বাট এতো অবর্জনার মধ্যে সোনা খুঁজে পাওয়া অনেকটাই টাফ।
আপনি খেয়াল করছেন কিনা জানিনা, বাট বর্তমানে বাইনান্সের IDO নিয়ে তুমুল মাতামাতি শুরু হইছে। সবাই এটা করতেছে, আমি নিজেও করছি, করতেছি। এখন পর্যন্ত ২ টা প্রজেক্ট করছি যেখানে ২ ঘন্টায় সব মিলায়ে খরচ বাদে ১৫০$ লাভ হইছে। একমাস দুইমাস না, জাস্ট ২ ঘন্টায়।

একসময় এয়ারড্রপ ছিলো, এখন বাউন্টি আছে, সামনে হয়তো অন্যকিছু থাকবে। এটাই বাস্তব।