Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
Altcoinstalks আর Bitcointalk দুটিই ভিন্ন ফোরাম। Bitcointalk হচ্ছে প্রথম বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত ফোরাম যেটি এখন সবচেয়ে জনপ্রিয় এবং এই ফোরামের উপর ভিত্তি করে যে কোন কয়েন এর মার্কেটিং এর কাজ করা হয়। Bitcointalk এ যে কয়েন যত বেশি পপুলার হবে সেটা তত ডিমান্ড বেড়ে যায়। আর অলটকয়েনটক হচ্ছে বিটকয়েনটকের পর দ্বিতীয় জনপ্রিয় ফোরাম।
Quote from: Leezkie Management22 on June 13, 2020, 11:22:13 AMHello Everyone! How are you?ভাই আমরা সবাই ভালো আছি। আর এখানে ভালো মন্দ জিজ্ঞেস না করে, এরকম ছোট ছোট কমেন্ট (স্পাম) না করে মান সম্মত কমেন্ট করুন আর সেই কমেন্টটা যেন মিনিমাম ১০০ ক্যারেক্টারের হয় সেদিকে খেয়াল রাখবেন। তাহলে আপনি ভালো পোস্টের কারণে কর্মা পাইতে পারেন আবার তাতে অন্যের উপকারও হবে। মনে রাখবেন স্পাম করার কারণে আপনার নেগেটিভ কর্মা হতে পারে অথবা আপনার আইডি সাসপেন্ড হতে পারে। সুতারং পরবর্তীতে সাবধান হবেন যাতে আপনার আইডি সেফ থাকে।
Hello Everyone! How are you?
আসলে আমি মাঝেমধ্যে কনফিউশন এর মধ্যে পড়ে যাই। Altcointalks আর bitcointalk কি একই নাকি দুইটা ভিন্ন। জানিনা এ প্রশ্নটিই করা আমার কেমন হইল। আসলে এটা আমার জানা অনেক ইচ্ছুক। যদি এই সম্পর্কে কিছু বলেন তো অনেক ভালো হতো।
Quote from: ranakhan60 on February 11, 2020, 03:17:54 AM আসলে আমি মাঝেমধ্যে কনফিউশন এর মধ্যে পড়ে যাই। Altcointalks আর bitcointalk কি একই নাকি দুইটা ভিন্ন। জানিনা এ প্রশ্নটিই করা আমার কেমন হইল। আসলে এটা আমার জানা অনেক ইচ্ছুক। যদি এই সম্পর্কে কিছু বলেন তো অনেক ভালো হতো।দুইটাই এক CZ দুইটাই ফোরাম। সব নিয়ম কানম ও এক। শুধু কিছু নাম ভিন্য ভাবে লেখা। যেমন বিটকয়েন টকের মেরিট এখানে লেখা কারমা। এরকম কিছু কিছু জিনিসের পদবি আলাদা করে দেওয়া। আর কিছুই না
Quote from: ALEX FARID on August 18, 2020, 06:11:50 AMQuote from: ranakhan60 on February 11, 2020, 03:17:54 AM আসলে আমি মাঝেমধ্যে কনফিউশন এর মধ্যে পড়ে যাই। Altcointalks আর bitcointalk কি একই নাকি দুইটা ভিন্ন। জানিনা এ প্রশ্নটিই করা আমার কেমন হইল। আসলে এটা আমার জানা অনেক ইচ্ছুক। যদি এই সম্পর্কে কিছু বলেন তো অনেক ভালো হতো।দুইটাই এক CZ দুইটাই ফোরাম। সব নিয়ম কানম ও এক। শুধু কিছু নাম ভিন্য ভাবে লেখা। যেমন বিটকয়েন টকের মেরিট এখানে লেখা কারমা। এরকম কিছু কিছু জিনিসের পদবি আলাদা করে দেওয়া। আর কিছুই না ফোরামের profile এর গঠন দেখতে এক হলেও একেবারেই ভিন্ন নিয়ম। এখনে যদি কেউ ভুল করে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখা হয়। আর বিটকয়েন ফোরামে সামান্য পারসলান মেসেজ এর জন্য id বান দেওয়া হয়। এখানে সব মোডারেটর সহানুভূতিশীল জনগোষ্ঠী। সব মেম্বারদের সার্থে কাজ করে। আর আমাদের admin সামান্য ভুল গুলোকে বড় করে দেখে না। আর বিটকয়েন ফোরামে সামান্য ভুলের জন্য সব মেম্বার এমনকি বাউন্টি ম্যানেজারদের red Trust দেওয়া হয়।
Quote from: Malam90 on February 12, 2020, 05:08:36 AMAltcoinstalks আর Bitcointalk দুটিই ভিন্ন ফোরাম। Bitcointalk হচ্ছে প্রথম বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত ফোরাম যেটি এখন সবচেয়ে জনপ্রিয় এবং এই ফোরামের উপর ভিত্তি করে যে কোন কয়েন এর মার্কেটিং এর কাজ করা হয়। Bitcointalk এ যে কয়েন যত বেশি পপুলার হবে সেটা তত ডিমান্ড বেড়ে যায়। আর অলটকয়েনটক হচ্ছে বিটকয়েনটকের পর দ্বিতীয় জনপ্রিয় ফোরাম।অনেক ধন্যবাদ আপনাকে আমি জানতাম না এ লোট কয়েন বিটকয়েন এর মধ্যে পার্থক্যটা কি। আপনার পোষ্টটি পড়ে আমি জানতে পেরেছি এ লোট কয়েন এর মধ্যে পার্থক্য কি। আমার আরেকটা প্রশ্ন আছে এ লোট কয়েন ও বিটকয়েন কি একই ক্রিপ্টোকারেন্সি?? যদি কোনো সিনিয়র ভাই জানেন তাহলে আমাকে একটু বলবেন। অনেক ধন্যবাদ