Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
জানিনা কি কারনে নেগেটিভ কার মা খেলাম। আসলে আমি কি কারনে নেগেটিভ কার মা খেলাম এটা আসলে কেমন করে বোঝা যায়? আমার নেগেটিভ কার্মাক হওয়ার কারণটা কি? এটা যদি জানতে পারতাম তাহলে সেকেন্ড টাইম সেই কাজটা আর করতাম না।
Quote from: ranakhan60 on February 21, 2020, 01:29:16 PMজানিনা কি কারনে নেগেটিভ কার মা খেলাম। আসলে আমি কি কারনে নেগেটিভ কার মা খেলাম এটা আসলে কেমন করে বোঝা যায়? আমার নেগেটিভ কার্মাক হওয়ার কারণটা কি? এটা যদি জানতে পারতাম তাহলে সেকেন্ড টাইম সেই কাজটা আর করতাম না।ভাই আমার মনে হয় নেগেটিভ কারমা কে দিল এবং কেন খেলাম সেটা জানার কোন উপায় নেই। আসলে এই ফোরামে সবাই ভালো মানুষ বিশেষ করে সিনিয়র ভাইরা। তারা জুনিয়রদের কে উৎসাহ দেওয়ার জন্য পজেটিভ কারমা দিয়ে থাকেন। কিন্তু এই ফোরামে কিছু দুষ্কৃতিকারী আছেন যারা পোস্ট না দেখেই হিংসা বসত কারণে নেগেটিভ কারমা দিয়ে থাকে। তারা কোনদিনও শোধরাবে না।
Quote from: RenanLodi on November 16, 2020, 06:20:12 AMQuote from: ranakhan60 on February 21, 2020, 01:29:16 PMজানিনা কি কারনে নেগেটিভ কার মা খেলাম। আসলে আমি কি কারনে নেগেটিভ কার মা খেলাম এটা আসলে কেমন করে বোঝা যায়? আমার নেগেটিভ কার্মাক হওয়ার কারণটা কি? এটা যদি জানতে পারতাম তাহলে সেকেন্ড টাইম সেই কাজটা আর করতাম না।ভাই আমার মনে হয় নেগেটিভ কারমা কে দিল এবং কেন খেলাম সেটা জানার কোন উপায় নেই। আসলে এই ফোরামে সবাই ভালো মানুষ বিশেষ করে সিনিয়র ভাইরা। তারা জুনিয়রদের কে উৎসাহ দেওয়ার জন্য পজেটিভ কারমা দিয়ে থাকেন। কিন্তু এই ফোরামে কিছু দুষ্কৃতিকারী আছেন যারা পোস্ট না দেখেই হিংসা বসত কারণে নেগেটিভ কারমা দিয়ে থাকে। তারা কোনদিনও শোধরাবে না।আপনি ঠিক বলেছেন এই ফোরামের সিনিয়র ভাইয়েরা জুনিয়রদের ভুল হলে জুনিয়রদের ভুলগুলো ভাঙিয়ে দেন কিন্তু কখনো নেগেটিভ কারমা দেন না। তারা সব সময় জুনিয়রদের ভালো চান। কিন্তু কিছু লোক আছে যারা হিংসা করে একে অন্যকে নেগেটিভ কার্মাদেন। তারা সত্যিই কোনদিন শোধরাবে কিনা আমার জানা নেই।
এলট কয়েন পোস্ট দিলে নেগেটিভ কারমা খেতে হয় এ কথাটি যুক্তিসম্মত না l আপনার পোস্টটি থেকে যদি কোন কিছু শিখাবা জানার থাকে l আর যদি পোস্টটি গুণগতমান ভালো হয় অবশ্যই আপনি পজিটিভ কারমা পাবেন l