Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
@ranakhan60এই পরিস্থিতে আমাদের কাজ হবে বাড়িতে অবস্থান করা। অপ্রয়োজনে বাড়ির বাহিরে বের না হওয়া। নিজে নিরাপদে থাকা এবং অন্যদেরও নিরাপদে রাখাই আমাদের দায়িত্ব। এছাড়া আতঙ্কিত না হয়ে সতর্ক থাকা, বেশি বেশি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা। আর ক্রিপ্টোকয়েনগুলো কম দামে না সেল করে হোল্ড করে রাখা। সামান্য কিছুদিন হোল্ড করে রাখলে আশা করা যায় দাম বাড়বে।
মার্কেট এক সময় করোনা ভাইরাসে আক্রান্ত ছিল এখন বর্তমানে মার্কেটে কোন করুণা ভাইরাসের আক্রান্ত নেই এখন একদম আগের অবস্থানে চলে এসেছে মার্কেট এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
গত কয়েকদিনে ক্রিপ্টোমার্কেট ৫০% এর বেশি কমেছে। বিটকয়েনের দাম ৮৫০০ থেকে নেমে ৩৮০০ ডলারে নেমেছিলো। আজকে ৫২০০ ডলারে অবস্থান করতেছে। হঠাৎ এই পতনের পিছনে করোনা ভাইরাসে আক্রান্ত সারা বিশ্বের শেয়ার বাজারও ধ্বসে পড়েছে, ব্যবসা বানিজ্যও মুখ থুৃবড়ে পড়েছে। পরিবহন ব্যবস্থা তথা বিমানের ফ্লাইট প্রায় সব বাতিল এখন। কার্যত কোন দেশের সাথে কোন দেশের যোগাযোগ তেমন নেই। আমদানি রফতানি প্রায় বন্ধ। এমতাবস্থায় ক্রিপ্টো মার্কেট চরম সংকটের মুখে পড়েছে। আপনাদের মতে কি ক্রিপ্টোমার্কেট করোনা ভাইরাসে আক্রান্ত?
অবশ্যই করোনার জন্য মাক্রেট কিছুটা প্রভাব রেখেছে। স্পেন, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাস্ট্র, ইটালির মতো বাঘাবাঘা রাস্ট্র যদি করোনার কারনেে নিজেদের সকল ধরনের ইকোনোমিক কর্মকান্ড থেকে বিরত রাখতে পারে,,, তবেতো প্রভাব রাখতেই পারে।
করোনাভাইরাস চলাকালীন বিশ্বের সমস্ত মার্কেট অনেক খারাপ ছিল। আবার এখন ক্রিপ্টোকারেন্সি মার্কেট গুলি ভালো হচ্ছে। এবং কি সারা বিশ্বের সমস্ত শেয়ার মার্কেট ক্রিপ্টোকারেন্সি মার্কেট আবারও ভালো হওয়ার দিকে যাচ্ছে।
মার্কেট কিন্তু আস্তে আস্তে আবার ভাল পজেশনে যাচ্ছে। আশা করা যায় এই কভিড 19 পরিস্থিতি স্বাভাবিক হলে মার্কেট অনেক ভালো পজেশনে যাবে আশা করা যায়।