Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আসলেই খুবই প্যাথেটিক ব্যাপার বাংলাদেশের জন্য। আমরা বাংলাদেশ বিশ্বের দরবারে অনেক উচু স্থানে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু এই করোনা কালীন সময়ে নানা বিধ অনিয়ম এর কারনে আমরা অন্য দেশ থেকে পিছিয়ে পড়লাম। এবং একই সাথে অন্য দেশ থেকে আলাদা হতে পারে নানাবিধ অনিয়মের কারনে।
অনেক বিশেষজ্ঞ আগেই বলেছেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে না পারলে বাংলাদেশ বিশ্ব থেকে এক ঘরে হয়ে পড়তে পারে। এর মধ্যে সরকারী অনুমোদিত প্রতিষ্ঠান থেকে হাজার হাজার ভূয়া করোনা পরীক্ষার রিপোর্ট দেওয়ায় এবং তাদের মধ্যে অনেকে বিদেশে গিয়ে করোনা পজেটিভ ধরা পরায় সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। ইউরোপসহ অনেক উন্নত দেশ এখন আর আমাদের এব্যাপারে বিশ্বাস করতেছেনা। তারা সে সব দেশে আমাদের ভ্রমন নিষেধাজ্ঞা জারি করতেছে। আমার মনেহয় সামনে আমাদের জন্য আরো খারাপ সময় অপেক্ষা করতেছে।
বিশ্বের বিশেষজ্ঞের মতে বাংলাদেশ করোনার পরিস্তিতি অন্যান্য দেশ থেকে বেশি হওয়ায় সম্ভাবনা আছে।কারন বাংলাদেশের গ্রাম অঞ্চলের মানুষ বিশ্বাস করে না যে করোনা করান গ্রাম অঞ্চলের মানুষ দিন এনে দিন খায় একদিন কাজ না করলে তাদের পেটে ভাত যাবে না না খেয়ে থাকতে হবে।এজন্য গ্রাম অঞ্চলের মানুষ লকডাউন মানছে না এজন্য দিন দিন করোনার পরিস্তিতি বাংলাদেশ অনেক টাই খারাপ।
বাংলাদেশে সম্প্রতি করোনা নিয়ে চিটারীর কারণে বাংলাদেশের ভাবমূর্তী বর্হিঃবিশ্বে খারাপ হয়ে গেছে। ইতালি বাংলাদেশী প্রবাসীদের ঢুকতে দিচ্ছেনা কারণ তাদের রিপোর্টে পজেটিভ ধরা পড়েছে অথচ দেশে নেগেটিভ ছিলো। এভাবে করোনা নিয়ে চিটারি বাটপারি করলে বাংলাদেশের ভাবমূর্তি খারপ হবে এবং শ্রমবাজার হারাবে। তাতে করে রেমিটেন্স প্রবাহে ভাটা পড়বে। যার মারাত্নক মাশুল দিতে হতে পারে বাংলাদেশকে।