Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
ক্রিপ্ট মার্কেটে অনেকেই বিনিয়োগ এবং বানিজ্য করে টাকা আয় করছে। আমি একটি বিকল্প আয়ের উৎস হিসেবে ক্রিপ্ট মার্কেটে নিয়োজিত হতে চাই। এখন আমার কি কেবল বিনিয়োগ করা উচিৎ নাকি ট্রেড করা উচিৎ, নাকি উভইটি করা উচিৎ। অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি।
এখানে অনেক টা ঝোপ বুঝে কোপ মারার মত । বিনিয়োগ তো অবশ্যই করতে হবে। বিনিয়োগ ছাড়া ট্রেড সম্ভব নয়।তবে আমি মনে করি ফোরামে বেশি বেশি সময় ব্যায় করলে ফোরাম ই আপনাকে বলে দিবে কখন আপনার কি করা লাগবে।কারন এখানে আমি যত টুকু দেখেছি কখনও বিনিয়োগ করতে হয় লং টাইম এবং কখনও সর্ট টাইম।
আমার মতে ট্রেড বা বিনিয়োগ করার জন্য আপনাকে অনেক কিছু শিখতে হবে। আপনি প্রথম অবস্থাতে ট্রেড বা বিনিয়োগ করতে পারবেন না। আপনাকে ট্রেড বা বিনিয়োগ করতে হলে প্রথমে সিগন্যাল সম্পর্কে ধারণা থাকতে হবে। পিলগোরিদম সিগন্যাল আপনাকে বুঝতে হবে। এর জন্য আপনার 2-1 বছর লেগে যেতে। সিগন্যাল বুঝতে পারলে আপনি ট্রেড করে লাভবান হতে পারবেন। আর বিনিয়োগ হচ্ছে আপনাকে প্রথমেই ইনভেস্ট করে রাখতে হবে। তো আপনার লাভ হতে পারে ক্ষতি হতে পারে।
Quote from: Rain075 on August 07, 2020, 06:46:01 AMআমার মতে ট্রেড বা বিনিয়োগ করার জন্য আপনাকে অনেক কিছু শিখতে হবে। আপনি প্রথম অবস্থাতে ট্রেড বা বিনিয়োগ করতে পারবেন না। আপনাকে ট্রেড বা বিনিয়োগ করতে হলে প্রথমে সিগন্যাল সম্পর্কে ধারণা থাকতে হবে। পিলগোরিদম সিগন্যাল আপনাকে বুঝতে হবে। এর জন্য আপনার 2-1 বছর লেগে যেতে। সিগন্যাল বুঝতে পারলে আপনি ট্রেড করে লাভবান হতে পারবেন। আর বিনিয়োগ হচ্ছে আপনাকে প্রথমেই ইনভেস্ট করে রাখতে হবে। তো আপনার লাভ হতে পারে ক্ষতি হতে পারে।আপনার কথাগুলো ভালো লেগেছে। আপনি আসলে টেকনিক্যাল এবং বেসিক দুটোর উপর ফোকাস করেছেন। আমিও একমত এ ব্যাপারে।+1 কারমা রইলো।
Quote from: azmirihaque on July 15, 2020, 04:33:14 AMক্রিপ্ট মার্কেটে অনেকেই বিনিয়োগ এবং বানিজ্য করে টাকা আয় করছে। আমি একটি বিকল্প আয়ের উৎস হিসেবে ক্রিপ্ট মার্কেটে নিয়োজিত হতে চাই। এখন আমার কি কেবল বিনিয়োগ করা উচিৎ নাকি ট্রেড করা উচিৎ, নাকি উভইটি করা উচিৎ। অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি।ট্রেড করাটা আমি সবসময় উত্তম মনে করি কারন আপনি যদি বিটিসি বা ইথারিয়াম দীর্ঘ সময়ের জন্য ফেলে রাখেন সেটার দাম বাড়তেও পারে আবার কমতেও পারে কিন্তু আপনি যদি ট্রেড করেন তবে দুইটা লাভ পাবেন। এক. আপনি ট্রের্ডিং এ পাকাপোক্ত হবেন দুই. আপনি প্রতিনিয়ত লাভের মুখ দেখবেন যদি ঠিকমত টোকেন কিনে ট্রেড করতে পারেন সেটা আপনাকে এখানে বিনিয়োগে অনেক উৎসাহ যোগাবে পাশাপাশি ক্রিপ্টো মার্কেটও উপকৃত হবে।ধন্যবাদ.
ইনভেস্টমেন্ট ছাড়া কিভাবে ট্রেড করবেন? ট্রেড করতে হলে তো ইনভেস্ট করতে হবে। আপনি হয়তো বুঝাতে চেয়েছেন-কোন কয়েন কিনে লংটার্ম হোল্ড রাখলে লাভ জনক নাকি শর্টট্রেড সুবিধাজনক। এটা নির্ভর করে মার্কেট পরিস্থির উপর। আপনাকে মার্কেট কুইক এনালাইসিস করা শিখতে হবে আগে। বেসিক এনালাইসিস এবং টেকনিকাল এনালাইসিস করতে হবে ট্রেড করতে হবে। আর যদি রিস্ক কম নিতে চান তাহলে বলবো বিটকয়েন এবং ইথারিয়ামের দাম যখন কম থাকবে তখন কিনে লংটার্মের জন্য রেখে দিতে পারেন। আর যদি এনালাইসিস করা শিখতে পারেন তাহলে ট্রেড করতে পারেন।
কোন কয়েন গুলো কিনে ইনভেস্ট করলে বেশি লাভজনক হওয়া যাবে। সিনিয়র ভাইরা যদি একটু বলতেন তাহলে অনেক সুবিধে হত।