বিটকয়েন গত প্রায় ১ বছর পরে ১১০০০ ডলারে পৌছালো। বছরের শুরুতে পজেটিভ ধারায় শুরু হলেও কোভিড-১৯ এর প্রভাবে কমতে কমতে ৪১০০ ডলারে নেমে আসে। এর পর করোনার মধ্যেও ক্রিপ্টো মার্কেট পজেটিভ ধারায় আসতে শুরু করে এবং তারই ধারাবাহিকতায় বিটকয়েনের দাম আস্তে আস্তে ১১০০০ ডলারে পৌছেছে। এটা খুবই ভালো খবর বিশেষ করে যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করনে তাদের জন্য। মার্কেট ভালো থাকলে সবার জন্য ভালো। এভাবে চলতে থাকলে বিটকয়েনের দাম বাড়বে আরো। বিটকয়েনের দাম এ বছর শেষ নাগাদ কত হতে পারে বলে আপনি মনে করেন?