Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
CUR আমার মতে এটি অনেক ভালো একটা কয়েন বর্তমানে এর দাম কিছু টা কোম কিন্তু কিছু দিন আগেও এর দাম অনেক টাই ভালো ছিল।এটির সাপ্লাই অনেক কম এটি যদি ভালো কোনো এক্সচেঞ্জে লিস্ট করা হয়ে এর দাম অনেক বেশি হবে।এখন সেল দেওয়ার থেকে রেখে দিলে আমার মনে হয় অনেক ভালো profit পাওয়া যাবে।
Quote from: Em00n01 on August 18, 2020, 06:02:28 PMদুটোই dao কয়েন। ডিফাই প্রজেক্ট। CUR এর সামনে অনেক বড় বড় আপডেট আসছে। এই কয়েন কে কি ফিউচারের MKR হিসেবে ধরে নিতে পারি? বিস্তারিত : কয়েন মার্কেটক্যাপহ্যাঁ ভাই CUR টোকেন আমার কাছে 10 টা টোকেন আছে । আমি কি এ 10 টা টোকেন বিক্রি করব। না রেখে দেবো এটা প্রায় দুই ডলারের উপরে দাম আছে।
দুটোই dao কয়েন। ডিফাই প্রজেক্ট। CUR এর সামনে অনেক বড় বড় আপডেট আসছে। এই কয়েন কে কি ফিউচারের MKR হিসেবে ধরে নিতে পারি? বিস্তারিত : কয়েন মার্কেটক্যাপ
Cur নেটওয়ার্ক খুবই ভাল একটি কয়েন কিছু টোকেন আমার ছিল কিন্তু আমি ভবিষ্যতের জন্য রেখে দিয়েছি। Cur টোকেন এর ভবিষ্যৎ অনেক ভালো ভবিষ্যতে দাম বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি।
CUR কয়েন মাঝারি ধরনের কয়েন।এ কয়েন সম্পর্কে তেমন জানা নেই। এ কয়েনের খুব একটা লেনদেন নেই। এর বর্তমান দাম1.90 এর কাছাকাছি। যেকোনো কয়েনের ভালো-মন্দ অনেককেই টিমের উপর নির্ভর করে থাকে। টিম যদি তার পজিটিভ অ্যাক্টিভিটি বাড়ায় তবে এখান থেকে ভালো কিছু আশা করা যেতে পারে
আমার কাছে Cur টোকেন আছে কিন্তু আমি বিক্রি করিনি। এই টোকেন এর দাম 4$এর বেশি হয়েছিল কিন্তু আমি বুঝতে পারিনি আবার ভাবলাম যে এর চেয়ে দাম বেশি হতে পারে যেহেতু বেশি সাপ্লাই হয়নি এবং বাজেট অল্প যে কারণে আমি বিক্রি করিনি ভবিষ্যৎ রেখেদিয়েছি।
Quote from: Sharpmax on September 06, 2020, 05:53:52 PMQuote from: Em00n01 on August 18, 2020, 06:02:28 PMদুটোই dao কয়েন। ডিফাই প্রজেক্ট। CUR এর সামনে অনেক বড় বড় আপডেট আসছে। এই কয়েন কে কি ফিউচারের MKR হিসেবে ধরে নিতে পারি? বিস্তারিত : কয়েন মার্কেটক্যাপহ্যাঁ ভাই CUR টোকেন আমার কাছে 10 টা টোকেন আছে । আমি কি এ 10 টা টোকেন বিক্রি করব। না রেখে দেবো এটা প্রায় দুই ডলারের উপরে দাম আছে।বেশ কিছুদিন আগে এর দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছিল কিন্তু বর্তমানে দাম অনেক কমে গেছে। তখন সেল করা সকলের উচিত ছিল।
আমার কিছু কুর নেটওয়ার্ক কয়েন কিছু ছিল কিন্তু আমি বিক্রি করতে পারিনি যখন দাম বেড়েছিল তাই ভবিষ্যতে কি এর কয়েনের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। প্লিজ আপনারা যদি জানেন তাহলে আমাদের জানাবেন।
অ্যাকচুয়ালি আমি এই CUR টোকেন নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখলাম। তাতে বুঝতে পারলাম CUR ভালো একটা কয়েন। একটি টোটাল সাপ্লাই খুবই কম। এই CUR টোকেন বর্তমানে probit exchange লিস্ট আছে। probit এক্সচেঞ্জ ছাড়া অন্য কোন ভালো এক্সচেঞ্জের লিস্ট হলে এর দাম অনেকটাই বৃদ্ধি পাবে। যদি Binance, Okex, Huobiglobal, Kucoin Bitforex exchange এই সমস্ত ভালো এক্সচেঞ্জে লিস্ট হলে CUR টোকেন এর দাম 10 থেকে 20 ডলার করে প্রতিটি কয়েন হবে। আপনাদের তাদের কাছে এই টোকেনটি আছেন তারা হোল্ড করে রেখে দেন ভবিষ্যতে আপনাকে অনেক প্রফিট দিবে।
Quote from: Em00n01 on August 18, 2020, 06:02:28 PMদুটোই dao কয়েন। ডিফাই প্রজেক্ট। CUR এর সামনে অনেক বড় বড় আপডেট আসছে। এই কয়েন কে কি ফিউচারের MKR হিসেবে ধরে নিতে পারি? বিস্তারিত : কয়েন মার্কেটক্যাপআসলে সবকিছু নির্ভর করছে বড় ইনভেস্টরদের উপর। MKR এর মার্কেটক্যাপ অনেক বড় এবং এর ব্যাবহারও অনেক বেশি। এর জায়গা দখল করা এত সহজ হবে না। CUR প্রোজেক্ট বিষয়ে খুব বেশি একটা ধারণা নেই। তবে সব কিছু পরে যা বুঝলাম এর সাপ্লাই অনেক কম। এর ট্রেডিং ভলিউম যদি বারে তাহলে দাম বাড়ার সম্ভাবনা বাড়তে পারে।