বেশ কিছুদিন আগে বিটকয়েন ডমিনেন্স কিছুটা হলেও কমেছিল কিন্তু তা আবার পুনরায় বেড়ে গেছে। যখন ডেফি প্রজেক্ট গুলো চালু হয় তখন বেশ কিছুদিন বিটকয়েনের তেমন প্রভাব দেখা যায় নি। বিনিয়োগকারীরা বিটকয়েন,ইথার সহ নানা ধরনের এসেট বিক্রি করে তারা ডেফিতে ইনভেস্ট করেছে। কিন্তু বর্তমানে আবার এর চিত্র পাল্টে গেছে। এখন আবার বিটকয়েন আগের অবস্থায় ফিরে এসেছে।