Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আসলে DIA কয়েন অনেক এক্সচেঞ্জে লিস্ট হয়েছে। কিন্তু টোকেন এর দাম বৃদ্ধি পাচ্ছে না ভবিষ্যতে এর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে যারা হোল্ড করেছেন তারা রাখতে পারেন।
DIA এখন BIT MAx এক্সচেঞ্জে লিস্ট হয়েছে। আপনাদের মতামত কি?
Quote from: Mrkadir85 on August 19, 2020, 03:29:46 PMDIA এখন BIT MAx এক্সচেঞ্জে লিস্ট হয়েছে। আপনাদের মতামত কি?আমি আসলে জানতাম না যে DIA BIT Max এ এক্সচেঞ্জে লিস্ট হবে। আমার কিছু DIA ছিলো সে গুলা সেল দিয়ে দিছি। আরও কিছু আছে কিন্তু BIT Max এ যদি লিস্ট হয় তা হলে কি এটার দাম বারবে তারও তো কোনো গ্রেন্টি নাই।
শুনেছি ডায়ার ড্রিসটিভিউশন হবে আগামি 19-20 তারিখে। এটি আরবও অনেক আন্দদের বিষয় যারা ডায়া কয়েন পেয়োছেন। এই কয়েনটি মার্কেটে অনেক ভাল অবস্থানে আছে নতুন নতুন লিস্ট করেই চলেছে। আবার হান্টারদের পেমেন্ট ঠিকমত করছে ফলে আমি কনফিডেন্ট যে এই প্রজেক্ট খুবই ভাল প্রজেক্ট।
Quote from: sky20 on November 16, 2020, 06:24:22 AMশুনেছি ডায়ার ড্রিসটিভিউশন হবে আগামি 19-20 তারিখে। এটি আরবও অনেক আন্দদের বিষয় যারা ডায়া কয়েন পেয়োছেন। এই কয়েনটি মার্কেটে অনেক ভাল অবস্থানে আছে নতুন নতুন লিস্ট করেই চলেছে। আবার হান্টারদের পেমেন্ট ঠিকমত করছে ফলে আমি কনফিডেন্ট যে এই প্রজেক্ট খুবই ভাল প্রজেক্ট।হ্যা ভালো প্রজেক্ট হলে সব এক্সচেঞ্জ ই এগিয়ে আসে এড করার জন্য, যেহেতু ডায়া একটি ভালো প্রজেক্ট তাই ইহা আরো অনেক এক্সচেঞ্জে লিষ্ট হবে এটাই সভাবিক, এতে আমি বিচলিত নয়। মার্কেট একটু মুভ করলে ডায়ার দাম আরো বাড়তে পারে