Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আজকে দেখলাম বিটকয়েন ডাউনট্রেণ্ডে চলে গেছে আবার গত কিছুদিন বুম ছিলো। তাই মুভমেন্ট এখন উপরের দিকেই আছে। তবে ১১০০০ ব্রেক করলে বড় একটি ডাউন আসতে পারে।
Quote from: Lutera94 on August 19, 2020, 09:04:32 PMআজকে দেখলাম বিটকয়েন ডাউনট্রেণ্ডে চলে গেছে আবার গত কিছুদিন বুম ছিলো। তাই মুভমেন্ট এখন উপরের দিকেই আছে। তবে ১১০০০ ব্রেক করলে বড় একটি ডাউন আসতে পারে।আমারও মনে হয় বিটকয়েন 11000 ব্রেক করলে বড় রকমের একটি ডাউন আসবে
ইতিমধ্যে আমরা দেখলাম বিটকয়েন ১২কে এর রেজিস্টেন্স টাচ করে এসেছে। বর্তমানে ১১৭০০ তে সাপোর্ট নিয়েছে। যদি ১১৫০০ তে যায় তাহলে আর নীচে নামতে পারে। আর ১২৩০০ এর উপরে গেলে আমরা আবারো বুল মার্কেটে প্রবেশ করবো। আপনার মতামত কি?
যদিও অতীতে বিটকয়েনের অবস্থা গুরুতর ছিল তবে বর্তমান অবস্থা বিটকয়েনের অনেকটা ভালো। ভবিষ্যৎ ভালো হবে বলে আমি আশা করি কারণ যে বিটকয়েনের দাম সম্পূর্ণ নির্ভর করে ইনভেস্টরদের উপর। 2021 সালের মধ্যে বিটকয়েনের দাম 15 থেকে 20 হাজার ডলারের মধ্যে থাকবে বলে আমি মনে করি।