Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
২০২১ সালে কি বিটকয়েন এর দাম বার বে না কমবে যদি কেউ যানেন বলেন সেই অন্য যায় আমি কিছু বিটকয়েন কিনে রাখবো
Quote from: Rakin343 on October 14, 2020, 07:08:35 PMবিটকয়েনের দাম 2020 সালের মধ্যেই অনেকটাই বেড়ে যাবে।2021 সালের বিটকয়েনের দাম 20 হাজার থেকে 30 হাজার ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।আপনি যদি এই মুহুর্তে কিছু বিটকয়েন কিনে রাখেন তাহলে সামনে 2021 সালের মধ্যে ভাল একটা প্রফিট পাবেন বলে আশা করা যাচ্ছে।আমি আশাবাদী যে ২০২১ সালে বিটকয়েন এর দাম বারবে।আমি আপনার সাথে এক মত।
বিটকয়েনের দাম 2020 সালের মধ্যেই অনেকটাই বেড়ে যাবে।2021 সালের বিটকয়েনের দাম 20 হাজার থেকে 30 হাজার ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।আপনি যদি এই মুহুর্তে কিছু বিটকয়েন কিনে রাখেন তাহলে সামনে 2021 সালের মধ্যে ভাল একটা প্রফিট পাবেন বলে আশা করা যাচ্ছে।
Quote from: Md Aslam Hossain on August 21, 2020, 04:17:26 AM২০২১ সালে কি বিটকয়েন এর দাম বার বে না কমবে যদি কেউ যানেন বলেন সেই অন্য যায় আমি কিছু বিটকয়েন কিনে রাখবোভাই low quality পোস্ট করবেন না। আপনি একটু রুলস গুলো ভালো করে ফলো করুন। এবং ভাল মানের পোস্ট করুন। পোস্ট ভালো না হলে ডিলিট দেওয়া হবে। তাই আপনি ভালো মানের পোস্ট করুন।
2020 এর মাঝামাঝি বিটকয়েনের দাম কমে গিয়েছিল। আর 2020-a শেষের দিকে বিটকয়েনের দাম বাড়তে শুরু করেছে। আশা করা যায় যে 2021 সালে বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে।