Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
তাহলে যদি এই ফোরামের না এসে কাজ না করেন তাহলে আপনার অ্যাক্টিভিটি কমবে না। তবে বিভিন্ন অফটপিক গুলা যদি ডিলিট হয়ে যায় তাহলে আপনার পোস্ট গুলো ডিলিট হয়ে যাবে সেক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটি কমতে পারে।
আমি যদি এই ফরামে না এসে পোস্ট করি তাহলে কি আমার একটিবেটি কমে যাবে,?
Quote from: Md Aslam Hossain on August 21, 2020, 04:14:43 PMআমি যদি এই ফরামে না এসে পোস্ট করি তাহলে কি আমার একটিবেটি কমে যাবে,?আসলাম ভাই প্লিজ আপনি দয়া করে একটু ভালো মানসম্মত কষ্ট দিয়ে এ ধরনের পোস্ট আপনার ভালো হয়না।অ্যাক্টিভিটি কেন কমবে আপনার যদি পোস্ট ভাল না হয় স্পামিং হয় তাহলে তো আপনার পোষ্ট কমে যাবে আপনার পোস্টের দ্বারা যদি অন্যের ক্ষতি হয় তাহলে তো চলবে না।
Quote from: Md Aslam Hossain on August 21, 2020, 04:14:43 PMআমি যদি এই ফরামে না এসে পোস্ট করি তাহলে কি আমার একটিবেটি কমে যাবে,?কেন আপনি এই ফোরামে পোস্ট করলে আপনার অ্যাক্টিভিটি কমে যাবে। এরকম ধারনা কোথায় থেকে পেলেন। কোন সমস্যা নেই আপনি পোস্ট করতে পারেন আপনার অ্যাক্টিভিটি কমে যাবে না বরং বাড়বে। শুধু সিনিয়রভাইদের দেয়া নির্দেশনা মেনে পোস্ট করার চেষ্টা করুন। রুলস অমান্য করে কোন পোস্ট করবেন না। তাহলে মডারেটর ভাই পোস্ট ডিলিট করলেও করতে পারে তখন আপনার অ্যাক্টিভিটি কমে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। রুলস মেনে কাজ করুন আশা করি আপনার জন্যই ভালো হবে।
আমি যদি এভাবে কাজ করি তা হলে আমার jr.member হতে কত সময় লাগবে।