Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আমি এই ফরাম সাইটে নতুন আশা করি যদি কোন কিছু না বুঝতে পারি তাহলে আপনাদের help পাবো, altcoin সাইট সম্পকে আমার কোন দারোনা নেই যদি কোন ভুল হয় তা হলে আমাকে সাহায্য করবেন আশা করি।
Quote from: Md Shihab on August 23, 2020, 04:58:07 PMআমি এই ফরাম সাইটে নতুন আশা করি যদি কোন কিছু না বুঝতে পারি তাহলে আপনাদের help পাবো, altcoin সাইট সম্পকে আমার কোন দারোনা নেই যদি কোন ভুল হয় তা হলে আমাকে সাহায্য করবেন আশা করি।নতুন ইউজার হিসেবে আপনাকে ফোরামে স্বাগতম। আপনি এগিয়ে যান। অবশ্যই সিনিয়রদের সাহায্য পাবেন। আপনি সবকিছু সম্পর্কে জানতে পারবেন। আশা করি ভাল কিছু পাবেন।
আপনাকে এই ফোরামের আসার জন্য ধন্যবাদ। আপনার এই ফোরামে কাজ করতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে। এবং ফোরামে সদা সদ্ব্যবহার করতে হবে। পোস্টগুলো ভালো মানের করবেন। সবসময় সিনিয়রদের কথা মেনে চলবে। তাহলে আপনি অনেক এগিয়ে যাবেন।
আপনিতো ফোরামে আসার পরপরই ইন্যাক্টিভ হয়ে গেছেন। আমার মত একটি পাওয়ার চেষ্টা করুন। 2019 সালে অ্যাক্টিভ ছিলাম। আবার এখন ফিরে এসেছি।