এই টপিকটি অনেক পুরাতন। এখানে আলোচনা করা আমাদের পক্ষে স্পামিং করা বোঝাবে।কারণ আমাদেরকে বলা হয়েছে তিন মাসের আগের কোন টপিকে আলোচনা না করার জন্য। আমরা সবাই অফটপিকে আলোচনা বন্ধ করি। কনস্ট্রাক্টিভ পোস্ট তৈরি করি।
এখন আসি ইথেরিয়াম এর কথায়। বর্তমানে ইথেরিয়াম 1000 ডলার ছাড়িয়ে গিয়েছে। ঝাড়গাম কিছুদিন আগেও ছিল 700 ডলার। 700 ডলার এ বেশ কিছুদিন স্থিতিশীল ছিল। তারপরই হঠাৎ করে এর দাম বৃদ্ধি পেয়ে 1000 ডলার এ পৌঁছে যায়। সবাই আশা করেছে এই জানুয়ারি মাসে ইথেরিয়াম বারোশো থেকে তেরোশো ডলার ছাড়িয়ে যাবে।