আপনার পোষ্টের মুল থিওরি বুঝা কঠিন,তবে বিটিসি ২৫০০০০ ডলারে গেলে যারা হোল্ড করে বসে আছে তাদের জন্য সোনায় সোহাগা ব্যাপার। তবে মার্কেট ডাউনট্রেন্ডে আছে খুব শীঘ্রী এই অবস্থায় দেখা যাবে না, পরে কি হয় সেটা সময়ের ব্যাপার। তবে আমি মনে করি পোষ্ট একটু ঘোচালো করে লিখলে সুবিধা হতো সবার জন্য।