ইথেরিয়াম এর দাম ঊর্ধ্বমুখী কিন্তু ধীরগতিসম্পন্ন। ইথেরিয়াম এর বর্তমান দাম 500 থেকে 600 ডলারের মধ্যে অবস্থান করছে। আশা করি অল্প কিছুদিনের মধ্যে 700 ডলার হবে। ইথেরিয়াম এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই যাচ্ছে। ভবিষ্যতে ইথেরিয়াম ভালো একটি স্থানে অবস্থান করবে।