Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
আজকে ইথার এর দাম 398 ডলার। ইতিমধ্যে সকালে 400 ডলার ছাড়িয়ে গেছে।আমি মনে করি 2021 সালের প্রথমদিকে ইথার এর দাম 500 ডলার ছাড়িয়ে যাবে। আপনি ইথার গুলা হোল্ড করে রাখুন। সামনে ভালো রকমের একটা প্রফিট পাবেন।
ইথেরিয়াম দাম $ 400 এর নিচে। আমি মনে করি ইথেরিয়ামের দামটি আমার টার্গেট লাইনে hit 500 পড়বে। ইথেরিয়ামের দাম ছিল যখন আমি ইতিমধ্যে ইথ বিনিয়োগ করেছি $ 436 তবে এখন ইথেরিয়ামের দাম $ 390। সুতরাং আমি এখন ক্ষতি মধ্যে। ইথেরিয়াম দাম সম্পর্কে আপনার মন্তব্য কী?
আজ ইথারিয়াম ৩৭৪$। একদিনে ৬.৩৪% ডাউন ইথার। সপ্তাহে ৪.৭৬% ডাউন। ইথার বর্তমানে ৩৫০-৪০০ মধ্যে অনেক বার আপডাউন করতেছে।
আজ ইথারের দাম আগের দিনের চেয়ে কিছু টা হ্রাস পেয়েছে। বর্তমানে ইথারের দাম হয়েছে 375 ডলার।
Quote from: mahid on November 03, 2020, 07:49:52 AMআজ ইথারের দাম আগের দিনের চেয়ে কিছু টা হ্রাস পেয়েছে। বর্তমানে ইথারের দাম হয়েছে 375 ডলার।আজকে শুধু ইথার না বিটকয়েন ও অনেক কারেন্সি অনেক ডাম্প হইছে। বিশেষ করে BNB অনেক ডাম্প হইছে তবে রিকভার হতেও সময় লাগবে না।
Quote from: ALEX FARID on November 03, 2020, 08:00:12 AMQuote from: mahid on November 03, 2020, 07:49:52 AMআজ ইথারের দাম আগের দিনের চেয়ে কিছু টা হ্রাস পেয়েছে। বর্তমানে ইথারের দাম হয়েছে 375 ডলার।আজকে শুধু ইথার না বিটকয়েন ও অনেক কারেন্সি অনেক ডাম্প হইছে। বিশেষ করে BNB অনেক ডাম্প হইছে তবে রিকভার হতেও সময় লাগবে না।এক্সেক্টলি, BNB ৬.৮২% ডাউন ইউএসডি তে। তবে আশা করা যায় খুব দ্রুত রিকভার হয়। ইতোমধ্যে Binance ঘোষনা দিয়েছে BNB VAULT সম্পর্কে।https://www.binance.com/en/support/announcement/e8b199c66def468395f3534c5cc95650