Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
ETH gas ফ্রি অনেক বৃদ্ধি পেয়েছে। গত কালকে আমি 9.25$ ট্রানজেকশন করেছি। এই ট্রানজেকশন করতে আমার 1.40$ ফ্রি লেগেছে। এই ট্রানজাকশন এর জন্য এই পরিমান খরচ হতে থাকলে আমি মনে করি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে bounty ও airdrop hunter. ছোট ছোট ট্রানজেকশন করে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই ভবিষ্যতে প্রজেক্ট team অন্য ধরনের পরিকল্পনা করবে। team চিন্তা করবে কিভাবে খরচ কমানো যায়। তাই বেশিরভাগ টোকেন ওয়েবসাইট এ দেওয়া হবে।
Quote from: Nostoman on August 29, 2020, 11:50:46 AMETH gas ফ্রি অনেক বৃদ্ধি পেয়েছে। গত কালকে আমি 9.25$ ট্রানজেকশন করেছি। এই ট্রানজেকশন করতে আমার 1.40$ ফ্রি লেগেছে। এই ট্রানজাকশন এর জন্য এই পরিমান খরচ হতে থাকলে আমি মনে করি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে bounty ও airdrop hunter. ছোট ছোট ট্রানজেকশন করে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই ভবিষ্যতে প্রজেক্ট team অন্য ধরনের পরিকল্পনা করবে। team চিন্তা করবে কিভাবে খরচ কমানো যায়। তাই বেশিরভাগ টোকেন ওয়েবসাইট এ দেওয়া হবে।বর্তমানে আগের তুলনায় ইথারের গ্যাস ফি অনেক কমে গিয়েছে। আমি মনে করি আগামি ডিসেম্বরের 1 তারিখ ইথিরিয়াম 2.0 চালু হতে পারে। তবে এটি চালু হলে ইথার এর গ্যাস ফি আরও কমতে পারে বলে আামি মনে করি।