ব্যাপারটা অত্যন্ত দু:খজনক। ২০১৭ সালে যখন আমি ফোরামে আসি তখন বাংলাদেশী ম্যানেজার দেখতাম না। পরে আস্তে আস্তে বাংলাদেশী ম্যানেজার ফোরামে দেখতে পাই; এদের দেখে খুব খুশি হয়েছিলাম যে এরা ক্রিপ্টো জগতে বাংলাদেশীদের একটা ভালো ভাবমূর্তি দাড়া করাবে। কিন্তু বাস্তবে সবাই না, কিছু কিছু বাংলাদেশী ম্যানেজার এর কুকৃর্তির কারণে আমরা ফোরামে অবহেলিত হচ্ছি, সমালোচিত হচ্ছি। আমরা যারা বাউন্টি হান্টার আছি তারাও অনেক বাংলাদেশী ম্যানেজার এর কাছ থেকে ভাল সহযোগিতা পাইনা বরংচ বিদেশীদের কাছ থেকে ভালো সহযোগিতা পাই। আশাকরি বাংলাদেশী ম্যানেজার ভাই যারা আছেন তারা সবাই বাংলাদেশের সুনামের দিকে খেয়াল রাখবেন এবং আমদের প্রতি সুদৃষ্টি দিবেন। ধন্যবাদ