Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
হ্যাঁ আমি দেখেছি যে আর টিভি চ্যানেল এ ব্লকচেইন নিয়ে কথা বলেছে সরকার অনুমোদন দেওয়ার কথা। তবে আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি ব্লকচেইন বাংলাদেশ অনুমোদন দেওয়া হোক।
খবরটা অনেক আগে প্রকাশিত হয়েছে। কিন্তু আমি এই খবরটা ফোরামের কোথাও দেখিনি। তাই আমি পোস্ট করলাম। YouTube channel টা আমার বা RTV এর নয়। খবরটা এই channel পেলাম তাই পোস্ট করলাম। আপনারা মন্তব্য করুন।
আমি দেখেছি আরটিভিতে ব্লকচেইন নিয়ে খবর প্রকাশ করেছে এবং সরকার বৈধতা দেবে বলে বলেছে। কিন্তু এখন পর্যন্ত এর কাজ শুরু হয়েছে কিনা তা আর জানা নাই যদি আপডেট কোনো তথ্য জানা থাকে তাহলে প্লিজ পোস্ট দিয়ে জানাবেন।
আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো ব্লকচেইন প্রযুক্তি বাংলাদেশ লেনদেন বৈধতা দেবে আর এমনটি যদি হয় তাহলে আমরা বাংলাদেশিদের জন্য কিন্তু অনেক অনেক বেশি উপকার হবে আমরা যারা এই প্রযুক্তির সাথে সংযুক্ত আছি তারা কিন্তু খুব ভালোভাবে কিন্তু লেনদেন করতে পারবে এবং অনেক অনেক বেশি সুবিধা হবে আমাদের জন্য আর এটি যদি হয় অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু বাংলাদেশে আরও বেশি উন্নতির শিখরে পৌঁছে যাবে বলে আমার মনে হচ্ছে