বাংলাদেশে ব্লকচেইনের অনুমোদন পেলে শুধু বাংলাদেশ না সারা বিশ্বের মানুষের লাভ হবে। কারন ব্লকচেইন অনুমোদ পেলেই দেখা যাবে যে বিটকয়েনের দাম অনেক বেড়ে গেছে। আমরা যখন ই কোন ভাল নিউজ শুনি ঠিক তখন দেখি বিটকয়েনের দাম বেড়ে যায় আবার যখন খারাপ নিউজ শুনি তখন কমে যায়। বাংলাদেশ যখনই এই ব্লকচেইন অনুমোদন দিবে তখন। আমাদের মত যারা ক্রিপ্টো লাভার আছে তাদের খুশির অন্ত থাকবে না।