বর্তমান সময়ে সাড়া জাগানো দুটি কয়েনের নাম হলো LINK ও DOT। খুব অল্প সময়ে তারা সেরা দশে ঢুকে গেছে, যা আগে কেউ হয়তো ভাবেনি। কিন্তু এটাই এখন বাস্তবতা। বর্তমানে LINK এর অবস্থান ৫ ও DOT এর অবস্থান ৭। সুতরাং এ দুটি কয়েনের মধ্যে যদি তুলনা করি তাহলে কোনটা আপনার কাছে ভালো মনে হবে?