Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আমি এই ফোরামে নতুন আমাকে কেউ ব্লকচেইন সম্পর্কে বিস্তারিত বলেন প্লিজ।
Quote from: babu10 on October 31, 2020, 01:59:33 PMQuote from: Lutera94 on September 09, 2020, 01:36:42 PMআমরা ইতিমধ্যে জানি স্ট্যান্ডার্ড ব্যাংক ব্লকচেইন নিয়ে কাজ করছে এখন নতুন খবর হলো তারা প্রবাসীদের টাকা ব্লকচেইনের মাধ্যমে বাংলাদেশে আনতে চায়। এটা প্রায় চুড়ান্ত হয়ে গেছে, সম্ভবত বিকাশের সাথেও একটা চুক্তি হতে পারে লেনদেনের ব্যাপারে। বিস্তারিত - https://ct.com/8xi9আসলে আগে পরে সব জায়গাতেই ব্লকচেইন প্রযু্ক্তি চলে আসবে কারন এই প্রযক্তি ব্যবহারে হ্যাকিং হবার সম্ভাবনা কম বা নেই বললেই চলে যেটা বর্তমান সময়ে আতঙ্কের বিষয় সব ক্ষেত্রে। তাই বিশ্বের বিভিন্ন দেশে যেহেতু এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে এবং বাংলাদেশ যদি তাদের সাথে লিংঙ্ক রাখতে চায় তাইলে এই প্রযুক্তি ব্যবহার করতে বাধ্য। আশাকরি সামনে বাংলাদেশেও এই প্রযুক্তির বিস্তর ব্যবহার হবে।ধন্যবাদ। ব্লকচেইন এ কিন্তু অনেক সময় হ্যাক হয়। আরো একবার সম্ভাবনা থাকে। ইথেরিয়াম ব্লকচেইন এ অনেক আগের ঘটনা রয়েছে। আমার নিজের ব্লকচেইন ওয়ালেট 2 বছর আগে হ্যাক হয়েছিল। এটা খুব একটা প্রচলিত ঘটনা না। তবে বর্তমান সিকিউরিটি একটু বেশি রয়েছে। ভবিষ্যতে ব্লকচেইন প্রযুক্তি অন্যতম হবে বলে আশা করছি। সব দেশে বাণিজ্যের ক্ষেত্রে ব্লকচেইন এর মাধ্যমে লেনদেনের সহজ উপায় রয়েছে। তাই বেশিরভাগ দেশে ব্লকচেইন প্রযুক্তি প্রাধান্য পাচ্ছে।
Quote from: Lutera94 on September 09, 2020, 01:36:42 PMআমরা ইতিমধ্যে জানি স্ট্যান্ডার্ড ব্যাংক ব্লকচেইন নিয়ে কাজ করছে এখন নতুন খবর হলো তারা প্রবাসীদের টাকা ব্লকচেইনের মাধ্যমে বাংলাদেশে আনতে চায়। এটা প্রায় চুড়ান্ত হয়ে গেছে, সম্ভবত বিকাশের সাথেও একটা চুক্তি হতে পারে লেনদেনের ব্যাপারে। বিস্তারিত - https://ct.com/8xi9আসলে আগে পরে সব জায়গাতেই ব্লকচেইন প্রযু্ক্তি চলে আসবে কারন এই প্রযক্তি ব্যবহারে হ্যাকিং হবার সম্ভাবনা কম বা নেই বললেই চলে যেটা বর্তমান সময়ে আতঙ্কের বিষয় সব ক্ষেত্রে। তাই বিশ্বের বিভিন্ন দেশে যেহেতু এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে এবং বাংলাদেশ যদি তাদের সাথে লিংঙ্ক রাখতে চায় তাইলে এই প্রযুক্তি ব্যবহার করতে বাধ্য। আশাকরি সামনে বাংলাদেশেও এই প্রযুক্তির বিস্তর ব্যবহার হবে।ধন্যবাদ।
আমরা ইতিমধ্যে জানি স্ট্যান্ডার্ড ব্যাংক ব্লকচেইন নিয়ে কাজ করছে এখন নতুন খবর হলো তারা প্রবাসীদের টাকা ব্লকচেইনের মাধ্যমে বাংলাদেশে আনতে চায়। এটা প্রায় চুড়ান্ত হয়ে গেছে, সম্ভবত বিকাশের সাথেও একটা চুক্তি হতে পারে লেনদেনের ব্যাপারে। বিস্তারিত - https://ct.com/8xi9
এখানে যে কেউ এটা করতে পারবে না কে কোন প্রকার শর্তসমূহ আছে যদি থাকে সেটা দয়া করে জানাবেন।