কারমাকে আমরা বিটকয়েনটকের মত মেরিটও বলতে পারি। মেরিট বা কারমা হচ্ছে-আপনার ফোরামে অবদানের উপহার। এটা দুপ্রকার-নেগেটিভ (-) কারমা আর পজিটিভ (+) কারমা।
নেগেটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি যদি ফোরামের রুলস না মানেন তাহলে নেগেটিভ কারমা খাবেন। যেমন আপনি নিজে পোস্ট না করে কোন কারও পোস্ট কপি করলেন তাই সেটা যে ফোরাম থেকে হোক অথবা গুগল বা কোন ওয়েবসাইট অথবা সোস্যাল মিডিয়া থেকে হোক। আপনি যদি কাউকে কটাক্ষ করে কথা বলেন যা মানহানিকর। ফোরামের যে কোন সেকশনে রেফারেল লিংক পোস্ট করেন। ফোরামে স্পাম করেন। ফোরামে চিটিং করেন। এসব করলে নেগেটিভ কারমা খাবেন, আর নেগেটিভ কারমা খেলে আপনার আইডি মূল্যহীন।
পজিটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি নিয়মিত ফোরামের রুলস মেনে চলবেন-পাশাপাশি ফোরামে গঠনমূলক পোস্ট বা কমেন্ট করবেন-সেটা যদি তথ্যবহুল হয়, যেটা অন্যের উপকারে আসে বা অন্যেরা তাতে উপকৃত হয় তাহলে আপনি পজিটিভ কারমা পাবেন। পজিটিভ কারমা অদূর ভবিষ্যতে আপনার আইডি বিল্ডআপ করার জন্য অপরিহার্য হয়ে উঠতে পারে।
কারমা কে দিতে পারেঃ এই ফোরামে যিনি নূন্যতম ফুল মেম্বার হয়েছেন-তিনি নেগেটিভ বা পজিটিভ কারমা দিতে পারবেন। যাকে কারমা দিতে চান তার পোস্টের বামপাশে (+karma) (-karma) লেখা আছে। পজিটিভ কারমা দিতে চাইলে (+karma) তে আর নেগেটিভ কারমা দিতে চাইলে (-karma) তে ক্লিক করতে হবে।

পজিটিভ কারমা দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করা উচিত নয়। ভালো, গঠনমূলক পোস্ট হলে কারমা দেওয়া উচিত। তবে অপব্যবহার করা উচিত নয়। কেউ আবার কারো কাছে কারমা চাইবেন না। কেউ দিতে চাইলে স্বেচ্ছায় দিবেন।