কিছুদিন আগে গ্যাস ফ্রি টা অনেক বেশি ছিল। কিন্তু কিছুদিন ধরে লক্ষ্য করা যায় বর্তমানে গ্যাস ফি টা কমে গেছে। কিছুদিন আগেও আমরা যতগুলা টোকেন টেনাসফার করতাম অথবা একচেন্জ করতাম তার চেয়ে বেশি গ্যাস কেটেছিল। কিন্তু তা বর্তমানে অনেক কমে গেছে। তুলনামূলকভাবে স্বাভাবিক পর্যায়ে চলে আসছে।