আমি খুবই লজ্জিত এবং আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমি এমন কোনো কাজ করবো না যে কারনে গ্লোবাল এ আপনার মাথা নিচু হয়ে যায়। আপনি দয়া করে ক্ষমা করে দিবেন। ভবিষ্যতে জানি এমন কাজ আর না হয় আমি সে দিকে খেয়াল রাখবো। এখন থেকে আমি বাংলা ফরমে পোস্ট করবো। আমি আমার সর্বোচ্চ মেধা দিয়ে ভালো মানের পোস্ট করার চেষ্টা করবো।আপনার মতো মডারেটর আমাদের খুব দরকার। আমারদের কোনো ভুল হলে যে কিনা সুদরানোর একটা সুযোগ দেন। এজন্যই আমরা যারা বাংলাদেশী আছি আপনাকে এতো ভালোবাসি। ধন্যবাদ ভাই সুযোগ করে দেওয়ার জন্য,।আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো ভালো ভালো পোস্ট করার।