ইথেরিয়াম 2.0 তে আপডেট হয় আমি এর কোনো ভালো ভূমিকা দেখতে পাচ্ছি না। আমি তখন ভেবেছিলাম হয়তো ইথিরিয়াম এটি চালু হওয়ার পর ইথেরিয়াম এর প্রাইস দ্বিগুণ বেড়ে যাবে। সামনের দিনগুলিতে ইথিদিয়াম এর পজিশন কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়।
ইথারিয়াম ২.০ একটি লংটার্ম প্রসেস। এটা মাত্র শুরু হযেছে ডিসেম্বর মাসের প্রথম দিনে। এটা তিনটি স্তরে বাস্তবায়িত হবে। এটা একদিনের কাজ না। এটা বাস্তবায়িত হতে ২০২২ পর্যন্ত লাগতে পারে। তবে প্রথম ও দ্বিতীয় স্তর বাস্তবায়িত হলে তখন অধিকাংশ ফলাফল আশানুরুপ হবে।
প্রথম স্তর (বিকন চেইন) যেটা ইতিমধ্যেই শুরু হয়েছে। এটা ভার্চুয়াল মাইনার (ভেলিডেটর)দের রেজিস্ট্রি এবং PoS সিস্টেমের উপর গুরুত্বআরোপ করবে।এটা কয়েকমাস লাগতে পারে।
দ্বিতীয় স্তরে স্কেলেবিলিটি বা ট্রানজেকশন ধারণক্ষমতা, স্পিড সহ আরো কয়েকটি ইমপ্রুভমেন্টের দিকে গুরুত্ব দিবে। যেটাকে বলা হচ্ছে আগের চেয়ে প্রায় ৬৪ গুণ ইমপ্রভমেন্ট হবে আগের ইথারিয়াম ১.০ এর চেয়ে।