ঠিক বলেছেন বর্তমানে ফোরামে অনেক ভালো ভালো বাউন্টি চলছে।বাউন্টি ডিএক্টিভেট এর 6 টি চলছে সেগুলো তো জয়েন করলে ইনশাল্লাহ পেমেন্ট পাওয়া যাবে। বুবুলেএক্স এর একটি বাউন্টি চলছে সেটা তে জয়েন করলে হান্ডেট পার্সেন্ট পেমেন্ট পাওয়া যাবে। আরো কিছু বাউন্টি চলছে সেগুলোতে জয়েন করলে পেমেন্ট পাওয়া যাবে। আমরা সবাই সময় অপচয় না করে অন্য কোন বাউন্টি এর পিছনে না দৌড়িয়ে লজিক বাউন্টি গুলোর পিছনে দৌড়ায় তাহলে পেমেন্ট পাওয়ার আশা থাকবে।