বার্ন বলতে আমরা বুঝি পুড়ানো। ক্রিপ্টোতে কয়েন বার্ন হচ্ছে সাপ্লাই কমানো। ধরেন আমার কাছে Erc20 X টোকেন আছে ১০ মিলিয়ন। আমি ৩ মিলিয়ন বার্ন করবো। আমি মাইইথারওয়ালেট এ ওয়ালেট খুলে ৩ মিলিয়ন সেখানে পাঠাবো। ওই ওয়ালেটের সিড, কি, ব্যাকআফ ফাইল আমি আমার থেকে সব ফেলে দিবো। যেখানে যা আছে মুছে দিবো। আমার কাছে যদি এর কি না থাকে তাহলর আমি কখনো ওই এড্রেসে ডুকতে পারবো না। এবং ওই ৩ মিলিয়ন টোকেন ব্যাক আনতে পারবো না। যা সারাজীবনের জন্য আর আনাও সম্ভব না।