আমি কয়েন বার্নিং সম্পর্কে যেটুকু জানি সেটুকু হলো। যদি কয়েনের অনেক সাপ্লাই থাকে তাহলে সেখান থেকে কয়েন বার্নিং করা হয়। কারণ বার্নিং করলে ওই কয়েনের মান মর্যাদা এবং এর দাম বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ
BNB এর টোটাল সাপ্লাই ছিলো 200,000,000 BNB। বর্তমানে এর টোটাল সাপ্লাই হচ্ছে 176,406,561 BNB এবং সারকুলেটিং সাপ্লাই 144,406,560 BNB। অর্থাৎ এখন পর্যন্ত মোট ১২ বার বার্নিংয়ের দ্বারা 23,593,439 BNB বার্ন করা হয়েছে।