Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
Quote from: sky20 on November 02, 2020, 08:52:15 AMQuote from: Triedboy on October 26, 2020, 08:34:32 AMএটা অবশ্যই বাংলাদেশি ভাইদের জন্য খুশির সংবাদ। এটি চালু হলে বিশেষ করে যারা বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে তারা অতি সহজেই ডলার ভাঙাতে পারবে।হ্যা তা হলে সবাই ডলারের ন্যায্য দাম পাবে। বেশির ভাগ সময় লস করতে হয়। কেউ কিনে লস করেন এবং কেউ সেল করে লস করেন। আর মাঝখানে মধ্যস্ততা কারীরা বেশি লাভবান হচ্ছে। তাই আমি মনে করি পোপাল অনুমোদন হলে বাংলাদেশীদের অনেক সুবিধা হবে।হ্যাঁ ভাই আমি আপনার সাথে একদম একমত।কারণ আছে আমরা অনেক সময় দেখা যায় ডলার বিক্রি করি 83 টাকা বা 84 টাকা কিন্তু যখন বাংলাদেশে পেপাল এর অনুমোদন করা হবে তখন এর দাম কিন্তু অনেক বেশি পাবো আমরা। এজন্য আমরা থেকে অনেক লাভবান হতে পারি যদি বাংলাদেশে পেপাল এর অনুমোদন দেয়া হয়। ট
Quote from: Triedboy on October 26, 2020, 08:34:32 AMএটা অবশ্যই বাংলাদেশি ভাইদের জন্য খুশির সংবাদ। এটি চালু হলে বিশেষ করে যারা বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে তারা অতি সহজেই ডলার ভাঙাতে পারবে।হ্যা তা হলে সবাই ডলারের ন্যায্য দাম পাবে। বেশির ভাগ সময় লস করতে হয়। কেউ কিনে লস করেন এবং কেউ সেল করে লস করেন। আর মাঝখানে মধ্যস্ততা কারীরা বেশি লাভবান হচ্ছে। তাই আমি মনে করি পোপাল অনুমোদন হলে বাংলাদেশীদের অনেক সুবিধা হবে।
এটা অবশ্যই বাংলাদেশি ভাইদের জন্য খুশির সংবাদ। এটি চালু হলে বিশেষ করে যারা বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে তারা অতি সহজেই ডলার ভাঙাতে পারবে।
বিটকয়েনের বর্তমানে বাজার ওঠার অন্যতম প্রধান কারণ হলো PayPal বিটকয়েন কে অনুমোদন করাতে। নিঃসন্দেহে এটি সকল ইনভেস্টর, ট্রেডার ও হোল্ডার এর জন্য অন্যতম প্রধান খুশির কারণ। এখন পে পাল এর মাধ্যমে সহজেই ডলার বিটকয়েন ও আদার্স কারেন্সি লেনদেন করতে পারব।
বিটকয়েনের বর্তমানে বাজার ওঠার অন্যতম প্রধান কারণ হলো PayPal বিটকয়েন কে অনুমোদন করাতে। নিঃসন্দেহে এটি সকল ইনভেস্টর, ট্রেডার ও হোল্ডার এর জন্য অন্যতম প্রধান খুশির কারণ। এখন পে পাল এর মাধ্যমে সহজেই ডলার বিটকয়েন ও আদার্স কারেন্সি লেনদেন করতে পারব।নিউজটি ক্রিপ্ত রিলেটেড এর জন্য একটি আনন্দের নিউজ। এর ফলে বিটকয়েন এর ব্যবহার ও জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে। আশা করি ভবিষ্যতে এরকম আপডেট নিউজ পাব।
পেপাল সাম্প্রতিক বিটকয়েনের অনুমোদন দিয়েছে। ফলে বিটকয়েন আরো বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। বিশ্বের বড় বড় কোম্পানির যখন বিটকয়েন এর উপর বিনিয়োগ করে,এ খবরটি যখন প্রকাশিত হয় তখন বিনিয়োগের ট্রাফিক আরো বৃদ্ধি পায়।