Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
ভাইজান এই রকম অনেক এনালাইসিস দেখেছি 2017 সাল থেকে এই মার্কেটে কোন এনালাইসিস ও কাজ করেনি। তাই আপনার এনালাইসিস এর উপর ও ভরসা করতে পারছিনা আপাতত কারন আপনি কোন সূত্র বা কারো রেফারেন্স এখানে ফলো করেননি বা লিংঙ্ক দেননি। তাই যারা পূর্বে লিংক দিয়েও বলেছিলো তাদেরটাও কাজ করেনি এখন দেখি আপনারটা করে কিনা ভালো কিছুর অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ
বিটকয়েনের প্রাইস এনালাইসিসবর্তমানে যে জায়গায় আছে (১২৫০০-১৩০০০) এটা সাপোর্ট হিসেবে কাজ করছে। যদি এর ব্যতিক্রম হয় বা এই সাপোর্ট ভেঙে যায় তাহলে প্রাইস নীচে নেমে যাবে। অন্যথায় ১৩৫০০-১৪০০০ ডলারের দিকে অগ্রসর হবে।
আস্তে আস্তে বিটকয়েনের দাম উপর দিকে উঠতে শুরু করেছে। তবে এই 2020 সালের মধ্যেই মনে হয় বিটকয়েনের দাম 20000 ডলারের মধ্যে থাকতে পারে। এই মাসের মধ্যেই কিন্তু অলরেডি 13 হাজার ডলারের মধ্যে অবস্থান করছে।