Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আপনার মেধা আপনাকে অনেক দুর নিয়ে যাক এটাই একমাত্র প্রত্যাশা । আমরা আমি আশা করবো আপনি বেশি বেশি সময় দিন ফোরামে এবং তথ্য বহুল পোষ্ট করুন +1 কারমা রইল আপনার জন্য।
বিটকয়েনের প্রাইস এনালাইসিসবর্তমানে যে জায়গায় আছে (১২৫০০-১৩০০০) এটা সাপোর্ট হিসেবে কাজ করছে। যদি এর ব্যতিক্রম হয় বা এই সাপোর্ট ভেঙে যায় তাহলে প্রাইস নীচে নেমে যাবে। অন্যথায় ১৩৫০০-১৪০০০ ডলারের দিকে অগ্রসর হবে।
গ্রাফ অনুযায়ী বর্তমানে ১২৫০০-১৩০০০ পয়েন্টেই আছে। যদি সাপোর্ট ভাঙে তাহলে ১১৫০০-১২০০০ এ চলে আসবে আর যদি আপ করে তাহলে ১৪০০০ যাওয়ার সম্ভাবনাই বেশি। আপনার এনালাইসিসটি খুব ভালো লেগেছে। আপনার মেধা সম্পর্কে আমি অবগত। তাই আপনি এই ফোরামে একটু সময় দিন, তাহলে সবাই কিছু উপকৃত হবো। +১ কারমা
অনেকদিন ধরে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর সাথে রয়েছি। কিন্তু কোন ভবিষৎবাণী কাজে লাগেনি। আমি ভবিষ্যৎবাণী করলেই সে কয়েন গুলা বাটন গুলা দাম কমে যায়। তবে বুঝতে পারি কোন কয়েনের দাম বছরের কোন সময়ে কেমন হতে পারে। কিছুটা ধারণা রাখি। আপনার পোস্টটি ভাল লেগেছে। ধন্যবাদ। আপনার জন্য পজেটিভ কামনা রইল। নিয়মিত একটিভ থাকুন। এ ধরনের পোস্ট কিছু বিনিয়োগকারীকে সচেতন করবে।
আপনার এনালাইসিস আগেই দেখেছিলাম আর কমেন্ট ও করেছিলাম যে আপনার এনালাইসিস ঠিক আছে। এখন বিটকয়েন ১৬০০০+ হয়ে গেছে। সামনে আরো এনালাইসিস শেয়ার করার চেষ্টা করবেন। তাতে সবাই উপক্রিত হবে।