আমার মনে হয় এ বছরের মার্কেটর যে অবস্থা তাতে কোনো এনালাইসিস কাজে লাগবে না। বিটকয়েনের দাম কতটা বাড়বে এ সম্পর্কে সবার ধারণার বাইরে পাম্প করেছে। গতরাতে বিটকয়েনের দাম 19158 ডলার উঠেছিল তবে আজকে কিছুটা কমে 18927 ডলারে নেমেছে। তবে বিটকয়েনের দাম অবশ্যই আরো বৃদ্ধি পাবে 20 সালের মধ্যেই 20000 ডলার স্পর্শ করবে।