আদিমকাল থেকে এখন পর্যন্ত মানুষ গোল্ড কে সংরক্ষণ করে রাখতে পছন্দ করতেন নিজের মূলধন হিসেবে। যেটা যুগ যুগ ধরে চলে এসেছে এবং এখনও চলছে। কিন্তু বর্তমানে গোল্ড এর চেয়ে অধিকতর মূল্যবান হিসেবে বিটকয়েন পরিচিতি লাভ করেছে সারা বিশ্বে। এখন অনেকেই গোল্ড এর চেয়ে বিটকয়েন কে হোল্ড করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু আমি মনে করি ভবিষ্যতের জন্য গোল্ড মূলধন হিসেবে সংরক্ষণ করা অধিকতর নিরাপদ। অপরদিকে বিটকয়েন গোল্ড এর চেয়ে বেশি মূল্যবান হলেও এটা সংরক্ষণ করাতে অনেকে ঝুঁক রয়েছে। হলে হতে পারে আপনার প্রচুর পরিমাণ প্রফিট, আবার অন্যদিকে আপনাকে প্রচুর পরিমাণ লস এর সম্মুখীন হলেও হতে পারে। গোল্ড এর চেয়ে বিটকয়েন বেশি মূল্যবান হলেও গোল্ড এর মত বিটকয়েনের দাম স্থিতিশীল নয়। এটাই সব থেকে বড় অসুবিধা। তাই আমি মনে করি গোল্ড কে হোল্ড করাই বেশি নিরাপদ।