বিটকয়েন হচ্ছে ডিজিটাল এসেট আর গোল্ড হচ্ছে ফিজিকাল এসেট। গোল্ড আর বিটকয়েন দুটোই আলাদা। গোল্ডে বিনিয়োগ এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা নিরাপদ যেটা যুগ যুগ ধরে চলে আসছে এবং চলবে। কিন্তু বিটকয়েনে বিনিয়োগে লাভ লস দুটোই হতে পারে। হতে পারে আপনি আজকে ১৩০০০ ডলার দরে বিটকয়েন কিনে হোল্ড করলেন, কয়েকমাসের মধ্যে দাম কমে গেলো তখন যদি আপনি সাধারন বিনিয়োগকারী হন তাহলে দুশ্চিন্তায় পড়ে যাবেন, আবার হতে পারে কয়েকমাসের মধ্যে দাম ২০০০০ ডলার ছাড়িযে গেলো। অর্থাৎ বিটকয়েনের বিনিয়োগ লাভ এবং লস দুটোই আছে কিন্তু গোল্ডে বিনিয়োগ অধিকতর নিরাপদ।