আমরা লিজেন্ডারী, হিরো মেম্বার যে কয়জন আছি তারা নিয়মিত নিউবি, জেআর, মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার সহ সবাইকে পোস্ট একটু ভালো হলেই কারমা দিয়ে যাচ্ছি নিয়মিত যাতে তারা অনুপ্রাণিত হন। আমি বিষয়টা খেয়াল করলাম যে নতুন যারা ফুল মেম্বার, সিনিয়র মেম্বার হয়েছেন তারা অনেকেই কারমা দিচ্ছেন না অথচ তাদের সবাইকে প্রায় আমি, মডারেটর এবং লিজেন্ডারী ও হিরো মেম্বার ভাইরা আমরা কারমা দিচ্ছি নিয়মিত। আপনারা যদি কারমা না দেন সিনিয়রদের তাহলে আমরা যেমন ভালো কিছু করতে পারবনা, তেমনি আমরাও উৎসাহ হারিয়ে ফেলবো। একসময় দেখা যাবে বাংলাবোর্ড আবারও একটিভিটি শূণ্য হয়ে পড়বে। কারমা দিতে তো কোন পয়সা খরচা হয়না। কোন রেড ট্রাস্ট দেওয়া হয়না এখানে তাহলে আপনারা কারমা দেন না কেন সিনিয়রদের? বিষয়টি সবাই খেয়াল রাখবেন, বাংলাবোডর্টকে এগিয়ে নিয়ে যাবেন-এজন্য সবার সহযোগীতা সবার জন্য দরকার। ধন্যবাদ