ক্রিপ্টোতে মূলত আমি একজন বাউন্টি হান্টার। পাশাপাশি একসময় বড় বিনিয়োগকারী ছিলাম। সেই সময়ে ৩০ ইথার বিনিয়োগ করেছিলাম কিছু নতুন কয়েনে যা পরে মার্কেট আউট হয়ে যায়, কিছু কিছু বর্তমানে যে দাম আছে তা আমার বিনিয়োগের ১০০০ ভাগের ১ ভাগও নেই। আমি প্রথমে হতাশ হয়েছিলাম যে আমার বাউন্টি ইনকাম এভাবে নষ্ট হয়ে গেলো। পরে শক্তি সঞ্চয় করে নতুন বিনিয়োগ করলাম অল্প পরিমানে। সেখান থেকে এখন নিয়মিত প্রায়ই ট্রেড করি, ট্রেড থেকে যা আসে ভালোই ইনকাম হয় যখন সেল করি। তবে ইদানিং লংটার্ম ইনভেস্ট শুরু করেছি। ক্রিপ্টোতে বিনিয়োগ করে লাভ করতে হলে মেধা, রিসার্স, অর্থ, সঠিক প্রজেক্ট নির্বাচন, সঠিক সময় বা টাইমিং খুবই গুরুত্বপূর্ণ। এগুলো না জানলে লস খাওয়া স্বাভাবিক ব্যাপার যেটা আমার প্রথম দিকে হয়েছিলো।