Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
ইথারিয়াম ক্রিপ্টোজগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে ফেলেছে, এটা এখন খুব জনপ্রিয় একটি কারেন্সি, এর ভবিষ্যত অনেক ভালো। কিন্তু বিটকয়েন তার থেকে ও অনেক ভালো অবস্থান তৈরি করে রেখেছে আরো আগে থেকে। আমি মনেকরি না যে ইথারিয়াম কোন দিন বিটকয়েনকে ছাড়িয়ে যাবে। তবে ইথারিয়াম দিন দিন আরো জনপ্রিয় হয়ে বিটকয়েনের পরের অবস্থানটি ধরে রাখতে পারবে বলে আমি মনেকরি।
ইথেরিয়াম এবং বিটকয়েন এদুটি কয়েন ক্রিপ্টোকারেন্সি অনেক টাই মূল্যবান। বিটকয়েনের দাম দিন দিন শুধু বৃদ্ধি পেয়ে চলেছে, অন্যদিকে ইথেরিয়াম অনেকটা ভালো পজিশনে গিয়েছে। আমাদের যারা সিনিয়র ভাই আছেন তাদের কাছে শুনেছি বিটকয়েনের দাম বেড়ে থাকবে।
ক্রিপ্টোকারেন্সির জগৎ টা বিটকয়েন ও ইথেরিয়াম-ই দখল করে আছে। সকল ফ্রিল্যান্সারই এই দুটো কয়েনকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং এই দুটো কয়েনি সবার কাছে বেশি গ্রহণযোগ্য । কেননা বর্তমানে বিটকয়েন ক্রিপ্টো মার্কেটে প্রথম স্থান দখল করে আছে এবং বিটকয়েনের পরেই ইথেরিয়ামকে স্থান দিতে হয়েছে। অর্থাৎ ইথেরিয়াম ক্রিপ্টো মার্কেটে দ্বিতীয় স্থান দখল করে রেখেছে। আবার ক্রিপ্টোকারেন্সির জগতে অনেক সময় অনেক কিছু ঘটে যায় যা আমাদের কল্পনায়ও থাকে না।সে দিক থেকে বিবেচনা করলে কি বিটকয়েনকে ইথেরিয়াম ছাড়িয়ে যেতে পারবে কখনো ?