Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
সমস্ত পৃথিবীকে বিটকয়েন এর ব্যবহার হয়ে থাকে যে কারণে শুধু ইথেরিয়াম না কোন কয়নি বিটকয়েনের প্রাইজের থেকে বেশি হতে পারবে না।
ETH এবং BTC এর মধ্যে স্ট্রং রিলেশন আছে। ETH এবং BTC এর হিস্টোরিক্যাল দাম দেখলে খেয়াল করবেন যে ১ BTC = ১ ETH এই অনুপাত বজায় রাখে। এমনকি বর্তমান দাম তুলনা করলেও এই একই বিষয় চোখে পড়বে। যদি এই রিলেশন ঠিক থাকে তাহলে eth এর দাম btc এর দামকে ছাড়িয়ে যাবার কোনো সম্ভবনা আছে বলে আমি মনে করিনা। Quote from: Damrai5$ on December 17, 2020, 06:37:33 AM সমস্ত পৃথিবীকে বিটকয়েন এর ব্যবহার হয়ে থাকে যে কারণে শুধু ইথেরিয়াম না কোন কয়নি বিটকয়েনের প্রাইজের থেকে বেশি হতে পারবে না।তাহলে YFI এর দাম কিভাবে বিটকয়েন এর চাইতে বেশি হলো?
এটা আমার মনে হয় কখনোই সম্ভব হবে না কেননা বিটকয়েনের দাম দেখলাম আজকে 22 হাজার ডলার ছাড়িয়েছে আর ইথারিয়াম এর দাম এখনও 1000 ডলার ক্রস করিনি এতে কোন সন্দেহ নেই যে ইথারিয়াম বিটকয়েন কে ছাড়িয়ে যেতে পারবি আমার মনে হয় এটা হতে পারবে না।
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কতগুলো coin রয়েছে সেটা কি আপনি জানেন ? মার্কেটে যেসব কয়েন রয়েছে, তার মধ্যেও অনেক কয়েন আছে যেগুলোতে বিনিয়োগকারীর সংখ্যা বেশি। আমার মনে হয় আপনার ধারণা ভুল। আপনি এক্সচেঞ্জ গুলোতে ঘুরে দেখুন। কোন গুলোর দাম পর্যন্ত ওঠানামা করে। এটা ঠিক যে ইথেরিয়াম ও বিটকয়েন এই দুটি কয়েনের জায়গা কোন কয়েন তখন করতে পারবে না। সর্বোচ্চ পরিমাণ বেশি বাই সেল হয়ে থাকে। সবার মুখে মুখে জনপ্রিয়। তবে কি শুধু আইন রয়েছে যেগুলোর হয়তো আমরা নামও জানিনা। সেগুলো কিন্তু বিনিয়োগকারীদের কাছে বেশ জনপ্রিয়। আমি মনে করি ইথেরিয়াম কখনো বিটকয়েন কে ছাড়িয়ে যেতে পারবেনা। কারণ বিটকয়েন বাজারে সর্বশেষ্ঠ একটি মুদ্রা হিসেবে গণ্য করে। আমি যে কোন কয়েন বা টোকেন trade করার সময় বিটকয়েনে করি। যে কোন টোকেন কেনার সময় বিটকয়েন দিয়ে বেশি কিনি।
ক্রিপ্টোকারেন্সির জগৎ টা বিটকয়েন ও ইথেরিয়াম-ই দখল করে আছে। সকল ফ্রিল্যান্সারই এই দুটো কয়েনকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং এই দুটো কয়েনি সবার কাছে বেশি গ্রহণযোগ্য । কেননা বর্তমানে বিটকয়েন ক্রিপ্টো মার্কেটে প্রথম স্থান দখল করে আছে এবং বিটকয়েনের পরেই ইথেরিয়ামকে স্থান দিতে হয়েছে। অর্থাৎ ইথেরিয়াম ক্রিপ্টো মার্কেটে দ্বিতীয় স্থান দখল করে রেখেছে। আবার ক্রিপ্টোকারেন্সির জগতে অনেক সময় অনেক কিছু ঘটে যায় যা আমাদের কল্পনায়ও থাকে না।সে দিক থেকে বিবেচনা করলে কি বিটকয়েনকে ইথেরিয়াম ছাড়িয়ে যেতে পারবে কখনো ?