২০১২ সালে অনেক কষ্টে টাকা জমিয়ে একটা পিসি কিনি। তখন থেকে চেষ্টা করতাম কিভাবে অনলাইনে আয় করা যায়। নিজে নিজে চেষ্টা করতে লাগলাম। গুগলে সার্চ করা শুরু করলাম How to make/earn money form online. এভাবে সার্চ করতে করতে পেয়ে গেলাম কিছু ডাটা এন্ট্রি সাইটের নাম। 2 Captcha, Metatypers, Protypers, Kolotibalo এবং এরকম আরো কয়েকটি সাইটের লিংক। সেখানে একাউন্ট করলাম, এর মধ্যে টুক্যাপচা ছাড়া বাকিগুলো একাউন্ট ব্যন করে দেয়। 2 Captcha সাইটে টাইপ করে আমি তখন মাসে ৫০ ডলারের মত আয় করতাম। সকালের দিকে রেট বেশি থাকতো। কয়েকমাস কাজ করে টাকা পেইজার মাধ্যমে ব্যাংকে উইথড্র করলাম। জীবনে প্রথম নিজের চেষ্টায়, নিজে পথ বের করে প্রথম অনলাইন থেকে টাকা আয় করা এবং সেটা ব্যাংকে পাওয়ার পর যে আনন্দ পেয়েছিলাম সেটা ছিলো অনলাইনে কাজ করার অনুপ্রেরণা। এই সাইটে আমার অনেক রেফারেল আছে। কয়েকমাস পরে ঢুকে দেখি কত ডলার আয় হয়। তখন তা উইথড্র দেই। অন্য অনেক স্কাম সাইটেও কাজ করেছি কিন্তু তারা পেমেন্ট দেয়নি। আপনারা অনলাইনে কেউ কি ডাটা এন্ট্রির কাজ করেছেন? আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন।