Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আমার জীবনে সবচেয়ে বড় ধরা খেয়েছি PTC সাইটে কাজ করে। বিশেষ করে 2012 সালে আমি বিঢি এক্স, এফারি ট্রাক, ক্লিক টু পে ইত্যাদি নামে বেনামে বিনিয়োগ করে বড় ধরনের এমাউন্ট ধরা খেয়েছিলাম। যা ছিল আমার জীবনে সবচেয়ে বড় দুর্ঘটনা।
অনেক আগে ptc সাইটের অবস্থা ভালো ছিল। বর্তমান একটা ভালো না। আমি অনেক আগে দুই মাস কাজ করেছিলাম। বর্তমান করিনা। এখন কাজ করি নাই কিন্তু কাজের অভিজ্ঞতা আছে।
Quote from: ranaprime on October 27, 2020, 12:43:52 PMআমার জীবনে সবচেয়ে বড় ধরা খেয়েছি PTC সাইটে কাজ করে। বিশেষ করে 2012 সালে আমি বিঢি এক্স, এফারি ট্রাক, ক্লিক টু পে ইত্যাদি নামে বেনামে বিনিয়োগ করে বড় ধরনের এমাউন্ট ধরা খেয়েছিলাম। যা ছিল আমার জীবনে সবচেয়ে বড় দুর্ঘটনা।সেগুলো কি পিটিসি সাইট ছিলো নাকি রেভিনিউ শেয়ার সাইট ছিলো? পিটিসি সাইট গুলোতে মূলত এড দেখে আর্নিং ছিলো যা খুবই সামান্য তবে কিছু পিটিসি সাইটে Paidvert, Mypayingads, Digadz এরকম কিছু সাইট ছিলো যেগুলোতে বিনিয়োগ করলে আয় বেশি হওয়ার সুযোগ ছিলো। আমিও বিনিয়োগ করে কষ্টার্জিত ডলার গুলো হারিয়েছিলাম। আপনার কথাগুলো শুনে কষ্ট লাগলো যে অনলাইনে প্রতারকের ছড়াছড়ি।
PTC বা Paid to Click অর্থাৎ বিজ্ঞাপনে ক্লিক করে ভিউ করার বিনিময়ে যে সাইটগুলো তাদের আয় থেকে পেড করে থাকে তাদের পিটিসি সাইট বলে। ২০১৩-১৪ এ দুবছর আমি অনলাইনে ডাটা এন্টির পাশাপাশি অন্য সোর্স খুুঁজতে থাকি। শতাধিক সাইটে কাজ করার জন্য একাউন্ট করি। একটু একটু করে অনেকগুলো সাইট থেকে পেমেন্ট পেতাম। তবে অধিকাংশই ছিলো ভূয়া আর পেমেন্ট দিতোনা। পিটিসি সাইটগুলোতে আবার বিনিয়োগের সিস্টেমও ছিলো, সেখানে আয়ের ডলার বিনিয়োগ করে নষ্টও করেছিলাম কিছু। এমনকি কিছু বিটিসি পেমেন্ট পিটিসি সাইটও ছিলো যেখান থেকে আয় করেছিলাম। মূলত বিটকয়েন নামে একটা কারেন্সি আছে সেটা জানতে পারি প্রথমে। আপনারা কেউ কি PTC সাইটে কাজ করেছেন? করলে কিছু মিষ্টি ও তিক্ত অভিজ্ঞতা শেয়ার করুন।
আমার জীবনের প্রথম যখন আমি বিটকয়েন সম্পর্কে ধারণা ছিল না। তখন আমি একটা সাইডে অনেকগুলি ডলার ইনভেস্ট করেছিলাম কিন্তু সেখান থেকে আমি কিছুই পাইনি। সেখানে আমি 500 ডলারের লস খেয়েছিলাম।