আমার ফোরামে আসার গল্প ছোট হলেও স্মৃতিবিজড়িত, কলেজ লাইফে বিভিন্ন রকম অনলাইন ক্লিকের কাজ করতাম, কিন্তু সব কিছুতেই ধরা খেলাম অবশেষে উন্নয়ন কর্মী হিসেবে কাজ শুরু করলাম স্থানীয় ভাবে। দীর্ঘ ৯/১০ বছর পর প্রজেক্ট শেষে হাত শুন্য, কি করি অবশেষে কাছের এক বন্ধু পরামর্শ দিল যেহেতু কম্পিউটারে বা অনলাইনে ভাল ধারনা আছে এটি করতে পার। সেই থেকে পদচারণা শুরু।